Calcutta High Court: রাজ্যপালের সঙ্গে দেখা করতে নতুন করে আবেদন করতে হবে শুভেন্দুকে, নির্দেশ হাই কোর্টের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
Calcutta High Court: রাজ্যপালের সঙ্গে দেখা করার অনুমতি থাকলেও ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে নিয়ে রাজ্যপলের সঙ্গে দেখা করতে পারেননি শুভেন্দু।
কলকাতা: রাজ্যপালের সঙ্গে দেখা করার অনুমতি থাকলেও ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে নিয়ে রাজ্যপলের সঙ্গে দেখা করতে পারেননি শুভেন্দু। সেই নিয়ে শুক্রবার রাজ্যের বিরোধী দলনেতাকে নতুন করে আবেদনের নির্দেশ দিল হাই কোর্ট।
আরও পড়ুন: আচমকা বজ্রপাত! মর্মান্তিক ঘটনায় মুহূর্তে প্রাণ গেল বিএসএফ জওয়ানের
শুনানি চলাকালীন হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তোলেন, “এ রাজ্যপাল কি গৃহবন্দী? তাহলে পুলিশ কেন দেখা করতে দিচ্ছে না?” সেই সঙ্গে পুলিশের বাধা দেওয়া নিয়ে শুভেন্দু এবং রাজ্যকে হলফনামাও জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
সেই নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সওয়াল করেন, “রাজভবনে প্রবেশ এবং প্রস্থান নিয়ন্ত্রণের দায়িত্বে পুলিশ। অনির্দিষ্ট নয়, নির্দিষ্ট সংখ্যার প্রতিনিধি নিয়ে ঢুকতে পারেন মামলাকারী। কাল বিকেল ৪টায় সময় কেউ যায়নি এবং কত সংখ্যায় যাবেন তা নির্দিষ্ট ভাবে যোগাযোগ করে পুলিশকে জানানো হয়নি”।
advertisement
advertisement
সেই সঙ্গে রাজের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের যুক্তি, “যারা রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান আমরা কাউকে আটকায়নি। কিন্তু কত জন আসবেন এবং ক’টি গাড়ি আসবে সেটা আমাদের জানাতে হবে। অগুণতি লোক আর গাড়ি বললে কি করে হবে?”
শুভেন্দু অধিকারীর অভিযোগ ছিল রাজ্যপালের সঙ্গে দেখা করার অনুমতি থাকলেও দেখা করতে দেয়নি পুলিশ। দু’পক্ষের বক্তব্য শুনে বিচারপতি সিনহা নির্দেশ দেন, রাজ্যপাল অনুমতি দিলে তাঁর সঙ্গে দেখা করতে পারেন শুভেন্দু অধিকারী এবং ভোট পরবর্তী অশান্তিতে আক্রান্ত ব্যক্তিরা। তবে সেই সঙ্গে রাজ্যপালের অনুমতি পেলে কত জন তাঁর সঙ্গে দেখা করবেন এবং যদি গাড়ি নিয়ে যাওয়া হয় তাহলে ক’টি গাড়ি রাজভবনের ভিতরে যাবে সেটা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে কোনও ব্যক্তিকে জানাতে হবে পুলিশকে। যদিও পরে যাতে হেনস্থার শিকার না হতে হয়, সেই জন্য আক্রান্তদের কারও পরিচয় নথিভুক্ত করা যাবে না, এমনই নির্দেশ বিচারপতির।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
June 14, 2024 5:17 PM IST