প্রসঙ্গত, গত ১২ অক্টোবর বিহারে আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলে শাসকজোট এনডিএ। সমান সমান সংখ্যক আসনে লড়াই করবে বলে ঠিক হয়, বিজেপি এবং নীতীশ কুমারের দল মধ্যে। দুই দলই ১০১টি বিধানসভার আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা গিয়েছিল। ২৯টি আসনে লড়াই করার কথা অধুনা প্রয়াত রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগ পাসোয়ানের দল এলজেপি(আর)। জিতনরাম মাঁঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চা (হাম) এবং উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চা (আরএলএম) লড়াই করবে ছ’টি করে আসনে।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 15, 2025 7:25 PM IST