TRENDING:

প্রাথী ইন্ডিয়ান আইডল খ্যাত গায়িকা, কে তিনি? বিহারে বড় চমক বিজেপি-র! দ্বিতীয় তালিকা প্রকাশ

Last Updated:

বিজেপির চমক সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর। জনপ্রিয় রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডল খ্যাত এই শিল্পীকে এবার রাজনীতির আঙিনায় বিধানসভার প্রার্থী করল পদ্ম শিবির। আলিনগর কেন্দ্র থেকে নির্বাচন লড়বেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাটনা: বিহার নির্বাচন যত এগিয়ে আসছে তত যেন একের পর এক চমক সামনে আসছে। আজকেই নীতিশ কুমার নিজের দল জেডিইউ বা সংযুক্ত জনতা দলের মোট ৫৭ টি আসনে প্রার্থী ঘোষণা করেন। এরপরেই বিজেপির পক্ষ থেকে মোট ১২টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। সেখানেই বিজেপির চমক সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর। জনপ্রিয় রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডল খ্যাত এই শিল্পীকে এবার রাজনীতির আঙিনায় বিধানসভার প্রার্থী করল পদ্ম শিবির। আলিনগর কেন্দ্র থেকে নির্বাচন লড়বেন তিনি। অন্যদিকে, প্রাক্তন আইপিএস কর্তা আনন্দ মিশ্রকেও টিকিট দিয়েছে পদ্ম শিবির। তিনি বিহারের বক্সার আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বুধবার মোট ১২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি।
কোন গায়িকাকে প্রার্থী করল বিজেপি?
কোন গায়িকাকে প্রার্থী করল বিজেপি?
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুবহু যেন কাশ্মীরের বৈসারন ভ্যালি, বাংলার এই জেলা ট্যুরিস্টদের স্বাগত জানাচ্ছে
আরও দেখুন

প্রসঙ্গত, গত ১২ অক্টোবর বিহারে আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলে শাসকজোট এনডিএ। সমান সমান সংখ্যক আসনে লড়াই করবে বলে ঠিক হয়, বিজেপি এবং নীতীশ কুমারের দল মধ্যে। দুই দলই ১০১টি বিধানসভার আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা গিয়েছিল। ২৯টি আসনে লড়াই করার কথা অধুনা প্রয়াত রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগ পাসোয়ানের দল এলজেপি(আর)। জিতনরাম মাঁঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চা (হাম) এবং উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চা (আরএলএম) লড়াই করবে ছ’টি করে আসনে।

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
প্রাথী ইন্ডিয়ান আইডল খ্যাত গায়িকা, কে তিনি? বিহারে বড় চমক বিজেপি-র! দ্বিতীয় তালিকা প্রকাশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল