বড় চমক! দিঘায় এবার বাম প্রার্থী সুশান্ত সিং রাজপুতের বোন, জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী

Last Updated:

Sushant Singh Rajput Sister Divya Gautam Named CPIML Candidate In Bihar Assembly Elections 2025: দিঘা বর্তমানে বিজেপি-র শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এখানকার বর্তমান বিধায়ক সঞ্জীব চৌরাসিয়া, যিনি প্রাক্তন রাজ্যপাল গঙ্গা প্রসাদের পুত্র। ফলে দিব্যার লড়াই সহজ হবে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

News18
News18
বিহার বিধানসভা নির্বাচনে এবার বড় চমক দিল বামদল সিপিআই (এমএল) লিবারেশন। মহাজোটের আসন সমঝোতা এখনও চূড়ান্ত না হলেও, সিপিআইএমএল ইতিমধ্যেই তাঁদের ১৮ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় অন্যতম চমকপ্রদ নাম হল দিব্যা গৌতম, যিনি প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের খুড়তুতো বোন। তাঁকে প্রার্থী করা হয়েছে পটনার গুরুত্বপূর্ণ দিঘা বিধানসভা কেন্দ্র থেকে।
দিঘা বর্তমানে বিজেপি-র শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এখানকার বর্তমান বিধায়ক সঞ্জীব চৌরাসিয়া, যিনি প্রাক্তন রাজ্যপাল গঙ্গা প্রসাদের পুত্র। ফলে দিব্যার লড়াই সহজ হবে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবু একজন নতুন মুখ এবং সুশান্ত সিং রাজপুতের পরিবারের সদস্য হওয়ায় দিব্যার প্রার্থি হওয়া ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
রাজনৈতিক মহলের মতে, দিব্যার তারকা সম্পর্ক এবং তরুণী প্রার্থী হিসেবে উপস্থিতি দিঘা কেন্দ্রের মহিলা ও প্রথমবারের ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলতে পারে। ভোটারদের এই আগ্রহ শেষপর্যন্ত ইভিএম-এ কতটা প্রতিফলিত হয়, সেটাই দেখার বিষয়। সুশান্ত অনুরাগীদের একাংশও সোশ্যাল মিডিয়ায় দিব্যাকে সমর্থন জানাতে শুরু করেছেন।
advertisement
advertisement
দিব্যা যদিও রাজনীতির আঙিনায় নতুন নয়। পাটনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় থেকেই তিনি বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সিপিআইএমএলের ছাত্র সংগঠন থেকে রাজনীতিতে হাতে খড়ি দিব্যার। তারপর ধীরে ধীরে হাত পাকিয়েছেন। ফলে সুশান্ত সিং রাজপুতের তারকা খ্যাতিকে সরিয়ে রেখে, নিজের দমেই নির্বাচন লড়ার বিষয়ে আত্মবিশ্বাসী দিব্যা।
advertisement
এদিকে, মহাজোটের তরফে এখনও আসন ভাগাভাগির চূড়ান্ত ঘোষণা না হলেও, সিপিআইএমএল-এর আগেভাগে প্রার্থী তালিকা প্রকাশ এবং জনপ্রিয় মুখকে টিকিট দেওয়া, মহাজোটের মধ্যে কৌশলগত চাপ বাড়ানোর এক প্রচেষ্টা বলেই মনে করছেন অনেক পর্যবেক্ষক। এবার দেখার, সুশান্ত-যোগ কতটা ভোটে প্রভাব ফেলতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
বড় চমক! দিঘায় এবার বাম প্রার্থী সুশান্ত সিং রাজপুতের বোন, জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী
Next Article
advertisement
Nadia News: তৃণমূল বিধায়ক খুনে ছ বছর জেল খাটলেন! সেই বিজেপি নেতাই এবার শাসক দলে, নদিয়ায় তোলপাড়
তৃণমূল বিধায়ক খুনে ছ বছর জেল খাটলেন! সেই বিজেপি নেতাই এবার শাসক দলে, নদিয়ায় তোলপাড়
  • নদিয়ার হাঁসখালি ব্লকের দাপুটে বিজেপি নেতা নির্মল ঘোষ যোগ দিল তৃণমূলে। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, বিধায়ক মুকুটমণি অধিকারী ও তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারীর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন নির্মল ঘোষ।

VIEW MORE
advertisement
advertisement