Election 2024: বাগদা উপনির্বাচনে তৃণমূলের নতুন মুখ মধুপর্ণা ঠাকুর! কোথায় পড়াশোনা, কী করেন তিনি? জানুন খুঁটিনাটি
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Election 2024: বাগদা বিধানসভা উপনির্বাচনে মতুয়া ভোট ব্যাঙ্ক নিজেদের পক্ষে টানতে ফের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করা হল ঠাকুরবাড়ির সদস্যকেই।
বাগদা: বাগদা বিধানসভা উপনির্বাচনে মতুয়া ভোট ব্যাঙ্ক নিজেদের পক্ষে টানতে ফের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করা হল ঠাকুরবাড়ির সদস্যকেই। কিছুদিন আগেই নিজের পৈত্রিক ভিটে, তথা বড়মা বীণাপানি দেবীর ঘর ফিরে পাওয়ার দাবিতে আমরণ অনশনে বসেছিলেন ঠাকুরনগর ঠাকুরবাড়ির সদস্য কপিল কৃষ্ণ ঠাকুর ও রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্না ঠাকুর। মতুয়া ভক্তদের একাংশের সঙ্গে এই লড়াইয়ে শামিল হয়েছিলেন।
বর্তমানে মধুপর্ণা ঠাকুর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সহ-সংঘাধিপতি। সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত না থাকলেও, তিনি মতুয়া আন্দোলনে মা মমতাবালা ঠাকুরের সঙ্গে থাকেন। ঠাকুরনগরের পিআর ঠাকুর গভর্নমেন্ট কলেজ থেকে প্রাণিবিদ্যায় স্নাতক মধুপর্ণা। এখন পড়াশোনা শেষের পরে বাড়িতেই থাকেন। ঠাকুরবাড়ি হোক বা মতুয়া আন্দোলন সবেতেই নতুন মুখ হিসেবে উঠে এসেছে মধুপর্না।
আরও পড়ুনঃ বিকেল গড়ালে কালো হবে আকাশ! কলকাতায় নামবে ঝমঝমিয়ে বৃষ্টি? অতিভারী বৃষ্টি উত্তরে
দিন কয়েক আগে শেষ হওয়া লোকসভা নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন ঠাকুরবাড়ির অন্যতম সদস্য বিজেপির শান্তনু ঠাকুর। সে জায়গায় দাঁড়িয়ে বাগদা বিধানসভা জয় তৃণমূলের কাছে এক প্রকার প্রেস্টিজ ফাইট। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিশ্বজিৎ দাসকে প্রার্থী করলেও তিনি পরাজিত হতে অনেকেই ভেবেছিলেন তাকেই আবার বাগদা বিধানসভা উপ নির্বাচনে প্রার্থী করবে তৃণমূল। তবে তা না করে, মধুপর্নার উপরই বাজি ধরল রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
এদিন উপনির্বাচনে তৃণমূলের তরফে লড়াই করা প্রার্থীদের নামের তালিকা প্রকাশ্যে আসে। সেখানেই দেখা যায় বাগদা বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হিসেবে নাম রয়েছে মধুপর্না ঠাকুরের। বিষয়টি নিয়ে মধুপর্ণা জানান, তিনি রাজনীতি করবেন এমনটা ঠিক ছিল না। হঠাৎ করেই তৃণমূলের তরফ থেকে তাঁকে প্রার্থী করা হয়েছে বাগদা উপনির্বাচনে। এ জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানান। সীমান্ত শহর বনগাঁ বিজেপি গড় হিসেবে উঠে এলেও, মতুয়া অধ্যুষিত বাগদা বিধানসভা তৃণমূল কংগ্রেসকে মেয়ে উপহার দিতে পারবেন বলেই মনে করেন মা মমতাবালা ঠাকুর। তবে ঠাকুরবাড়ির সদস্য মধুপর্ণাকে তৃণমূল প্রার্থী করায়, বিজেপির তরফে এই কেন্দ্রে লড়াই আরও কঠিন হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
advertisement
Rudra Narayan Roy
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 14, 2024 1:30 PM IST