মঙ্গলবার তখন ঘড়িতে বাজে তখন বিকাল চারটে। মঞ্চে তখন হাজির বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার থেকে আরম্ভ করে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল সহ রাজ্য ও জেলার একাধিক নেতৃত্ব। ঠিক তখনই অপেক্ষমান জনতার সামনে মঞ্চে হাজির হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর সকলদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে এবং করজোড়ে প্রণাম নিবেদন করেন প্রধানমন্ত্রী। আর তখন মোদি মোদি আওয়াজ যেন ফেটে পড়ে সর্বত্র।
advertisement
এরপর তিনি মঞ্চে অন্যান্যদের মতো গিয়ে বসলেন ঠিক যেখানে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল বসেছিলেন, একেবারে তার পাশের চেয়ারে। এরপর হঠাৎই দেখা গেল মোদিকে বিজেপি প্রার্থী কার্তিকের পিঠে হাত চাপড়াতে। তিন তিন বার যখন তিনি প্রার্থী কার্তিক চন্দ্র পালের পিঠ চাপড়ালেন, তখন যেন মনে হচ্ছিল কার্তিক চন্দ্র পালকে আবেগে উৎফুল্ল হয়ে যেতে। এরপর তিনি প্রণাম করেন প্রধানমন্ত্রীকে পায়ে হাত দিয়ে। পরে হঠাৎই প্রধানমন্ত্রীকে দেখা গেল কানে কানে কার্তিক চন্দ্র পালের দিকে কিছু কথা বলতে। আর প্রধানমন্ত্রীর কথার বেশ ভাল ভাবেই উত্তরও দিতে দেখা গেল কার্তিক বাবুকে।
আরও পড়ুন: সকালে সবাই কাজে বেরচ্ছিল, হঠাৎ ঘটল আরমেরো ট্র্যাজেডি! মুহূর্তে মৃত্যু ২৩ হাজার মানুষের!
সকলের প্রশ্ন, কী বললেন প্রধানমন্ত্রী প্রার্থী কার্তিক চন্দ্র পালকে? বিশ্বস্ত সূত্রে জানতে পারা গিয়েছে, প্রধানমন্ত্রী নাকি কার্তিক বাবুকে প্রশ্ন করেন, ”আপনার এলাকার পরিস্থিতি কেমন এবং আপনি কতটা আশাবাদী?” এর উত্তরে কার্তিক বাবু বলেন, ”আমার লোকসভা কেন্দ্রের প্রতিটি জায়গার মানুষ আপনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। সকলেই আপনার জন্য পাগল হয়ে রয়েছে আজকের দিনে আপনাকে দেখতে।”
পরের উত্তরে কার্তিকবাবু নাকি বলেন, ”এই আসনে বিজেপি জয়লাভ করে আপনাকে আমরা উপহার দেব। আমি আপনাকে ১০০ শতাংশ নিশ্চিত করছি।” এটা বলার পর আবারও কার্তিক বাবুর পিঠ চাপড়িয়ে তাকে অভিবাদন জানান প্রধানমন্ত্রী স্বয়ং। তবে যাই হোক না কেন, রায়গঞ্জের দক্ষিণ গোয়ালপাড়া মাঠে লাখ লাখ মানুষের জনসমক্ষে মোদি কার্তিকের ম্যাজিকে ভর করে ভোট বাক্সে তার প্রভাব কতটা পড়বে, তা আগামী ৪ জুন ভোট বাক্স খুললেই বোঝা যাবে ।
—– পিয়া গুপ্তা