হলফনামা অনুযায়ী, ২০২২-২০২৩ অর্থবর্ষে কৃষ্ণ কল্যাণীর আয় দুই কোটি ৭৬ লক্ষ ৯১ হাজার ৮২০ টাকা। এ ছাড়া কৃষ্ণ কল্যাণীর স্ত্রী নিশা কল্যাণীর আয় ৩৮ লক্ষ ৭৬ হাজার ২২০ টাকা। কৃষ্ণ কল্যাণী কিংবা তার স্ত্রীর নিজস্ব নামে কোনও গাড়ি নেই। তার ব্যাংক লোনের পরিমাণ যথেষ্ট বেশি, এক কোটি ২৯ লক্ষ ৬৫ হাজার ৩১৪ টাকা ১৫ পয়সা। অন্য দিকে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের ২০২২-২৩ অর্থ বর্ষ অনুযায়ী, আয়ের পরিমাণ ২৫ লক্ষ ১৬ হাজার ১৫০ টাকা। তার স্ত্রী স্মৃতি কণা পালের আয় ১৭ লক্ষ ২২ হাজার ৩২০ টাকা। কার্তিক পালের দুটি চার চাকার গাড়ি রয়েছে।
advertisement
আরও পড়ুন – এ যুগের নস্ত্রাদামুস, ব্রাজিলের জ্যোতিষির কথা ফলে অক্ষরে অক্ষরে, ২০২৪ নিয়ে দিলেন চরম বার্তা
এ ছাড়া কার্তিক পালের ঋণের পরিমাণ হল এক কোটি ৫৯ লক্ষ ৬৭ হাজার ৩৫৭ টাকা ৯২ পয়সা। অন্য দিকে কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজ (ভিক্টর ) ও তার স্ত্রী প্রিয়াঞ্জলী নিয়োগীর ২০২২-২০২৩ ও ২০২১-২২ অর্থ বর্ষে কোনও আয় হয়নি বলে হলফনামায় জানিয়েছেন ভিক্টর। তবে ভিক্টরের একটি নিজস্ব ১০ লক্ষ টাকা দামের চার চাকা গাড়ি রয়েছে। তবে এক্ষেত্রে বলাই যায় আয়ের দিক থেকে সবথেকে বেশি এগিয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। টাকার অঙ্কে শাসক দলের প্রার্থী এগিয়ে থাকলেও শিক্ষাগতযোগ্যতায় সকলেই স্নাতক। বিজ্ঞান নিয়ে স্নাতকের পর কৃষ্ণ কল্যাণী এবং আলি ইমরান আইনের স্নাতক। কার্তিক পাল বিকম পাশ।
পিয়া গুপ্তা






