Living Nostradamus: এ যুগের নস্ত্রাদামুস, ব্রাজিলের জ্যোতিষির কথা ফলে অক্ষরে অক্ষরে, ২০২৪ নিয়ে দিলেন চরম বার্তা

Last Updated:
Living Nostradamus: এ বার এই বছর, অর্থাৎ ২০২৪ সাল নিয়ে তিনি আশ্চর্য কিছু প্রেডিকশন বা ভবিষ্যৎবানী করেছেন, যেগুলি দেখে চমকে যেতে হবে৷
1/6
তিনি ব্রাজিলের লোক, কিন্তু তাঁর কথাতেই কার্যত তোলপাড় পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷ কারণ তিনি যা বলছেন, তা প্রায় ফলে যাচ্ছে৷ তিনি আধুনিক কালের নস্ত্রাদামুস বলে খ্যাতি লাভ করেছেন, তাঁর নাম আথোস সালোম৷ তিনি কোভিড, রানি এলিজাবেথের মৃত্যু থেকে শুরু করে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে আগে থেকেই বলেছিলেন৷
তিনি ব্রাজিলের লোক, কিন্তু তাঁর কথাতেই কার্যত তোলপাড় পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷ কারণ তিনি যা বলছেন, তা প্রায় ফলে যাচ্ছে৷ তিনি আধুনিক কালের নস্ত্রাদামুস বলে খ্যাতি লাভ করেছেন, তাঁর নাম আথোস সালোম৷ তিনি কোভিড, রানি এলিজাবেথের মৃত্যু থেকে শুরু করে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে আগে থেকেই বলেছিলেন৷
advertisement
2/6
এ বার এই বছর, অর্থাৎ ২০২৪ সাল নিয়ে তিনি আশ্চর্য কিছু প্রেডিকশন বা ভবিষ্যৎবানী করেছেন, যেগুলি দেখে চমকে যেতে হবে৷ তিনি বলেছেন, ২০২৪ সালের শেষের দিকে আবারও পৃথিবীতে হানা দিতে পারে এক ভয়ানক প্যানডেমিক বা অতিমারী৷
এ বার এই বছর, অর্থাৎ ২০২৪ সাল নিয়ে তিনি আশ্চর্য কিছু প্রেডিকশন বা ভবিষ্যৎবানী করেছেন, যেগুলি দেখে চমকে যেতে হবে৷ তিনি বলেছেন, ২০২৪ সালের শেষের দিকে আবারও পৃথিবীতে হানা দিতে পারে এক ভয়ানক প্যানডেমিক বা অতিমারী৷
advertisement
3/6
তিনি বলেছেন, এই নতুন প্যানডেমিকের ভাইরাস জন্ম নিতে পারে দক্ষিণ মেরু থেকে৷ এই প্যানডেমিকের শক্তি আগের অতিমারীর থেকেও অনেকটা বেশি হতে পারে বলে তিনি জানিয়েছেন৷ এই অতিমারীর ভাইরাসের সঙ্গে দীর্ঘদিন লড়াই করতে হতে পারে বলেও তাঁর মত৷
তিনি বলেছেন, এই নতুন প্যানডেমিকের ভাইরাস জন্ম নিতে পারে দক্ষিণ মেরু থেকে৷ এই প্যানডেমিকের শক্তি আগের অতিমারীর থেকেও অনেকটা বেশি হতে পারে বলে তিনি জানিয়েছেন৷ এই অতিমারীর ভাইরাসের সঙ্গে দীর্ঘদিন লড়াই করতে হতে পারে বলেও তাঁর মত৷
advertisement
4/6
তিনি বলেছেন, এর ফলে শারীরিক ও মানসিক ব্যপক ক্ষয়ক্ষতি হতে পারে সাধারণ মানুষের৷ যদিও এই নতুন ভাইরাসের চরিত্র ও এটিক টিকা তৈরির বিষয়ে বিস্তারিত তিনি কিছু বলতে চাননি৷ তবে এটি তার কথায় স্পষ্ট যে এই ভাইরাসের দাপট আগের থেকে বেশি বেগ দেবে মানব সভ্যতাকে৷
তিনি বলেছেন, এর ফলে শারীরিক ও মানসিক ব্যপক ক্ষয়ক্ষতি হতে পারে সাধারণ মানুষের৷ যদিও এই নতুন ভাইরাসের চরিত্র ও এটিক টিকা তৈরির বিষয়ে বিস্তারিত তিনি কিছু বলতে চাননি৷ তবে এটি তার কথায় স্পষ্ট যে এই ভাইরাসের দাপট আগের থেকে বেশি বেগ দেবে মানব সভ্যতাকে৷
advertisement
5/6
এর পাশাপাশি আরও একটি মারাত্মক ভবিষ্যৎবানী তিনি করেছেন৷ বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশায়ল ইন্টিলিজন্সের ব্যপক উন্নতি এ বার দেখা যাবে৷ হতেও পারে, এর ফলে মৃত মানুষের সঙ্গে কথোপকথন চালাতে পারবেন সাধারণ মানুষেরা৷
এর পাশাপাশি আরও একটি মারাত্মক ভবিষ্যৎবানী তিনি করেছেন৷ বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশায়ল ইন্টিলিজন্সের ব্যপক উন্নতি এ বার দেখা যাবে৷ হতেও পারে, এর ফলে মৃত মানুষের সঙ্গে কথোপকথন চালাতে পারবেন সাধারণ মানুষেরা৷
advertisement
6/6
একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, মানুষরে জীবনকে বিজ্ঞান আরও সহজ ও আরও আশ্চর্য করে তুলবে৷ যে জিনিসগুলি বিশেষ ভাবাও যাচ্ছে না, সেগুলিই ঘটবে, এর ফলে নতুন নতুন চমক আসবে মানুষের জীবনে৷
একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, মানুষরে জীবনকে বিজ্ঞান আরও সহজ ও আরও আশ্চর্য করে তুলবে৷ যে জিনিসগুলি বিশেষ ভাবাও যাচ্ছে না, সেগুলিই ঘটবে, এর ফলে নতুন নতুন চমক আসবে মানুষের জীবনে৷
advertisement
advertisement
advertisement