কথায় আছে চোরা না শোনে ধর্মের কাহিনি, তবে ধর্মের কাহিনি না শুনলেও রাজনীতি সম্পর্কে তাদের বোধহয় ভীষণ আগ্রহ আর তাই নেতৃত্বের ভাষণ শুনতে ভিড়ের মাঝে জড়ো হয়েছিল তারা। তবে শেষরক্ষা হল না।
আরও পড়ুন: ‘বালাকোট হামলার পর পাকিস্তানে ফোন করেছিলাম!’ ভোট প্রচারে নতুন বোমা মোদির
একদিকে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বক্তব্য শোনা, অন্যদিকে পকেটমারি কিংবা মহিলাদের অথবা ছোটখাটো অলংকার হাত সাফাই।রবিবার বগুলার কলেজ মাঠে রানাঘাট লোকসভার বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে এক নির্বাচনী জনসভা করতে আসেন জে পি নাড্ডা। আর সেই সভায় ভিড়ের মধ্যে দুই ছিনতাইবাজকে গ্রেফতার করল হাঁসখালি থানার পুলিশ।
advertisement
তবে ওই দুই ছিনতাইবাজ আদৌ বিজেপির সমর্থক কিনা তা জানা যায়নি।
Mainak Debnath
Location :
Kolkata,West Bengal
First Published :
April 30, 2024 6:40 PM IST