Narendra Modi on Balakot air strike: 'বালাকোট হামলার পর পাকিস্তানে ফোন করেছিলাম!' ভোট প্রচারে নতুন বোমা মোদির

Last Updated:

পুলওয়ামায় জঙ্গি হামলার পাল্টা ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে বিমান হানা চালিয়ে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা এবং নিরাপত্তা বাহিনী৷

ভোট প্রচারে বালাকোট বিমান হামলার ঘটনা ফেরালেন মোদি৷
ভোট প্রচারে বালাকোট বিমান হামলার ঘটনা ফেরালেন মোদি৷
বাগলকোট: বালাকোটে বিমান হানার পর তিনি নিজেই পাকিস্তানকে সেই খবর দিয়েছিলেন৷ এ দিন কর্ণাটকের বাগলকোটে ভোট প্রচারে গিয়ে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মোদি পিছন থেকে হামলা করায় বিশ্বাসী নয়, মুখোমুখি লড়াই করে৷
পুলওয়ামায় জঙ্গি হামলার পাল্টা ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে বিমান হানা চালিয়ে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা এবং নিরাপত্তা বাহিনী৷ ওই হামলার পর কেন্দ্রীয় সরকার দাবি করেছিল, পাকিস্তানে জৈশ ই মহম্মদ জঙ্গি গোষ্ঠীর একাধিক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে৷ পাশাপাশি জৈশের শীর্ষ স্থানীয় একাধিক কম্যান্ডার এবং বহু জঙ্গিও হামলায় প্রাণ হারিয়েছে৷ ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির প্রচারের অন্যতম মূল অস্ত্রই হয়ে উঠেছিল বালাকোটের জঙ্গি হানা৷ এবারের লোকসভা নির্বাচনের প্রচারেও সেই বালাকোট হামলাকেই ফিরিয়ে আনলেন প্রধানমন্ত্রী৷
advertisement
advertisement
মোদি এ দিন দাবি করেন, বালাকোট হামলার পর আমি নিরাপত্তা বাহিনীকে গোটা বিষয়টি সংবাদমাধ্যমকে জানানোর জন্য বলেছিলাম৷ সঙ্গে এটাও বলেছিলাম যে টেলিফোন করে আমিই পাকিস্তানকে এই বিমান হানা এবং তার জেরে কী ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাব৷ কিন্তু পাকিস্তানের কেউ ফোনে আমার সঙ্গে ফোনে কথাই বলতে চায়নি৷ তাই আমি নিরাপত্তা বাহিনীকেও অপেক্ষা করতে বলেছিলাম৷ পাকিস্তানকে খবর দেওয়ার পরই আমরা গোটা বিশ্বকে বালাকোট বিমান হানার কথা জানিয়েছিলাম৷
advertisement
নিরীহ ভারতীয়দের উপর যারা হামলার করার কথা ভাবছে, তাদের সতর্ক করে দিয়ে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, এটা নতুন ভারত, ঘরে ঢুকে মেরে আসব৷
প্রধানমন্ত্রী আরও দাবি করেন, বালাকোটে হামলার পর অনেকেই একে কর্ণাটকের বাগলকোটের সঙ্গে গুঁড়িয়ে ফেলেছিলেন৷ মোদি বলেন, আমরা পরে সংবাদমাধ্যমে জানিয়েছিলাম যে শত্রুপক্ষের শিবিরে হামলা চালিয়ে আমরা তাদের ধ্বংস করে দিয়েছি৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Narendra Modi on Balakot air strike: 'বালাকোট হামলার পর পাকিস্তানে ফোন করেছিলাম!' ভোট প্রচারে নতুন বোমা মোদির
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement