পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪ চতুর্থ দফা লাইভ
জামুরিয়া বিধানসভার অন্তর্গত ২৪৩ নম্বর বুথের এই ঘটনা রীতিমতো চিন্তায় ফেলেছে জেলা প্রশাসনকে। ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাঁরা দীর্ঘদিন ধরে বিদ্যুতের সমস্যায় ভুগছেন। এর আগের নির্বাচনগুলির সময়েও তারা বারবার বিদ্যুতের দাবি জানিয়েছিলেন। বিদ্যুতের ভোগান্তির থেকে মুক্তি পাওয়ার আশ্বাসও পেয়েছিলেন। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। দীর্ঘদিন ধরে তাদের বিদ্যুতের সমস্যার সঙ্গে নিয়ে দিন কাটাতে হচ্ছে। রান্নাবান্না থেকে পড়াশোনা অথবা দৈনন্দিন কাজ, সন্ধ্যা নামলেই সব কিছুতে ঘটছে ব্যাঘাত।
advertisement
আরও পড়ুন: নজরে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র! দিলীপ-কীর্তির ময়দানে বুথ সংখ্যা কত, ভোটার কতজন
আরও পড়ুন: রাতারাতি বিপদে ১৫২ পরিবার! বেআইনি ভাবে নির্মিত আবাসন ভাঙার নির্দেশ হাইকোর্টের
ভোট কর্মীদের জন্য নিয়ে আসা হয় জেনারেটর। বিদ্যুৎ না থাকায় জেনারেটর আনা হয়। কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে অন্ধকারে দিন কাটাচ্ছেন। তাই ভোট কর্মীদেরও তাদের সঙ্গে এই একটা দিন অন্ধকারে থাকতে হবে। তা হলেই নাকি তারা সমস্যা বুঝতে পারবেন। তাই ভোটগ্রহণ কেন্দ্রে জেনারেটরের ব্যবস্থা করা যাবে না বলে দাবি তুলছেন স্থানীয় মানুষজন। তাঁরা বলছেন, ভোট দিতে ভোটগ্রহন কেন্দ্রে যাবেন। কিন্তু ভোট দেবেন অন্ধকারেই। সারা বছর যেমন তারা থাকেন, তেমনভাবেই ভোটের সময়ও ভোট কর্মীদের অন্ধকারেই থাকতে হবে। আর এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত এই ব্যাপারে প্রশাসনিক পর্যায়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নয়ন ঘোষ