Purba Medinipur News: রাতারাতি বিপদে ১৫২ পরিবার! বেআইনি ভাবে নির্মিত আবাসন ভাঙার নির্দেশ হাইকোর্টের

Last Updated:

Purba Medinipur News: বেআইনি নির্মাণের কারণেই আদালতের এই নির্দেশ। গার্ডেনরিচে বেআইনি নির্মাণ ভেঙে পড়ার পর থেকেই আদালত বেআইনি নির্মাণের বিষয়ে কড়া পদক্ষেপ করেছে।

+
বহুতল

বহুতল আবাসন

তমলুক: বেসমেন্ট ছাড়াই সাত তলা বিল্ডিং। তিন মাসের মধ্যে ভেঙে দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। আর তাতেই আতঙ্কিত হয়ে পড়েছেন আবাসনের ফ্ল্যাট মালিকেরা। বর্তমান সময়ে বড় বড় শহর থেকে মফস্সলেও ফ্ল্যাট কালচার বাড়ছে। একটু একটু করে টাকা জমিয়ে ফ্ল্যাট কেনা মধ্যবিত্তদের স্বপ্ন। কিন্তু স্বপ্নের ফ্ল্যাট কিনে এবার বিপাকে পড়ল তমলুকের একটি আবাসনের প্রায় ১৫২ টি পরিবার। কারণ কলকাতা উচ্চ আদালতের নির্দেশে ওই আবাসন ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। বেআইনি নির্মাণের কারণেই আদালতের এই নির্দেশ। গার্ডেনরিচে বেআইনি নির্মাণ ভেঙে পড়ার পর থেকেই আদালত বেআইনি নির্মাণের বিষয়ে কড়া পদক্ষেপ করেছে।
তমলুক ডাউনটাউন এনক্লেভ ৩ মাসে ভেঙে দেওয়ার নির্দেশ বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের। ৭ ব্লকের ২০৮১৭ বর্গমিটার বহুতল ভেঙে দিতে নির্দেশ। বেসমেন্ট ছাড়াই ৭ তলা বিল্ডিং। বেসমেন্ট + গ্রাউন্ড ফ্লোর-সহ ৫ তলা বিল্ডিং। এমন প্ল্যানের কথা বলা হলেও মানা হয়নি কোনও নিয়ম। নির্ধারিত আয়তনের বেশি বহুতল নির্মাণ হয়েছে। একাধিক অনিয়মে বিল্ডিং ভেঙে দিতে নির্দেশ। সেই সঙ্গে যারা ফ্ল্যাট কিনেছিল বা অ্যাডভান্স বুকিং করেছিল তাদের  টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে ওই বেআইনি নির্মাণ সংস্থা শহর ডেভলপারকে।
advertisement
advertisement
তমলুক শহরের এই বহু তলে বসবাস করে প্রায় ১৫২ টি পরিবার। বৃহস্পতিবার রাতে এই আবাসন ভেঙে দেওয়ার নির্দেশের খবর পাওয়ার পর থেকেই আতঙ্কিত আবাসনে থাকা বসবাসকারী মানুষজন। ওই আবাসনের এক ফ্ল্যাট মালিক ডক্টর সুদীপ্ত মাইতি জানান, তাঁরা আতঙ্কিত। মোট ১৫২টি পরিবার রয়েছে এই আবাসনে। হাইকোর্টের নির্দেশ শোনার পর ডেভলপারদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কিন্তু ফোনে যোগাযোগ হয়নি। ফ্ল্যাট কিনে তারা বিপদে পড়েছেন। আর এক আবাসিক জানান, ফ্যাট তাদের নামের রেজিস্ট্রেশনও হয়েছে এমনকি মিউটেশনেরও কাজ হয়েছে তারপরেও বেআইনিভাবে নির্মাণের কারণে ভেঙে ফেলার নির্দেশ তাঁদের আতঙ্কে ফেলেছে।
advertisement
কলকাতা উচ্চ আদালত এই বেআইনি নির্মাণ তাম্রলিপ্ত পৌরসভাকে ভেঙে ফেলার নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে। এই বিষয়ে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানান, অফিসিয়ালি পৌরসভা উচ্চ আদালতের নির্দেশ পেলে আদালতের নির্দেশ অনুযায়ী কাজ হবে। তিনি আরও জানান, এই কমপ্লেক্সটি তার মেয়াদকাল শুরু হওয়ার আগেই নির্মাণ হয়েছিল। ফলে পুরো বিষয় নিয়ে তিনি অবগত নন। প্রসঙ্গত গার্ডেনরিচের নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার বেআইনি নির্মাণ নিয়ে কড়া হয়েছে কলকাতার উচ্চ আদালত।
advertisement
সৈকত শী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Medinipur News: রাতারাতি বিপদে ১৫২ পরিবার! বেআইনি ভাবে নির্মিত আবাসন ভাঙার নির্দেশ হাইকোর্টের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement