Lok Sabha Election 2024: চিকিৎসক থেকে প্রার্থী, শর্মিলা সরকারকে নিয়ে প্রতিবেশীরা কী বলছেন?
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Lok Sabha Election 2024: ভোট প্রচার চলাকালীন একাধিকবার তিনি চমকও দিয়েছেন। নিজে একজন চিকিৎসক হওয়ায় শর্মিলা সরকার প্রচারের মধ্যেই মাঝেমধ্যে রোগী দেখেছেন
পূর্ব বর্ধমান: শনিবার ছিল প্রচারে শেষ দিন। আগামী সোমবার, ১৩ মে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের নির্বাচন। সকলকে চমকে দিয়ে কিছুটা অস্বাভাবিকভাবেই এখানে তৃণমূল প্রার্থী করেছে চিকিৎসক শর্মিলা সরকারকে। এক্ষেত্রে তারা পরিচিত রাজনৈতিক মুখের উপর বিশেষ ভরসা করেনি। অবশ্য শর্মিলা সরকারের বাড়ি বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে।
বর্ধমানের অগ্রদ্বীপ গ্রামের মেয়ে শর্মিলা সরকার। তবে পেশাগত কারণে তিনি অনেকটা সময় কলকাতায় থাকতেন। তবে প্রার্থী ঘোষণার পর পুরো সময়টাই প্রচারে দিয়েছেন। এক্ষেত্রে এতটুকু শিথিলতা দেখেননি।
আরও পড়ুন: জঙ্গলে ঘুরে ঘুরে কর্মশালা! হাওড়ায় যা যা ঘটল…
advertisement
ভোট প্রচার চলাকালীন একাধিকবার তিনি চমকও দিয়েছেন। নিজে একজন চিকিৎসক হওয়ায় শর্মিলা সরকার প্রচারের মধ্যেই মাঝেমধ্যে রোগী দেখেছেন। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের একাধিক মানুষের চিকিৎসা করেছেন তিনি। তবে লোকসভা ভোটের আগে শর্মিলা সরকার প্রসঙ্গে তাঁর প্রতিবেশীরা কী জানাচ্ছেন? পাড়ার মেয়ে প্রার্থী হয়েছে, এই বিষয়ে কী মত স্থানীয়দের? এইসকল প্রশ্নের উত্তরের খোঁজে আমরা পৌঁছে গিয়েছিলাম একেবারে শর্মিলা সরকারের বাড়ির সামনে, তাঁর নিজের পাড়ায়। কথোপকথন হয় বেশ কিছু স্থানীয় মানুষের সঙ্গে।
advertisement
শর্মিলা সরকারের প্রতিবেশী প্রীতম দাস বলেন, পাড়ার দিদি প্রার্থী হয়েছেন। গাড়ি করে যাতায়াত করছেন দেখছি। অবশ্যই খুব ভাল লাগছে। ভোটে যদি তিনি জেতেন আশা করব এলাকার আরও উন্নয়ন হবে। স্থানীয় বাসিন্দা প্রাণকৃষ্ণ দত্ত, প্রদীপ দত্ত এবং অনামিকা ভাওয়ালরা বলেন, পাড়ার মেয়ে প্রার্থী হয়েছে এতে সবাই খুশি হয়েছেন। পাশাপাশি তাঁরা জানিয়েছেন, এলাকার চিকিৎসা পরিষেবা নিয়ে সমস্যা আছে। এই এলাকায় যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখান থেকে আগে ভাল পরিষেবা পাওয়া যেত। কিন্তু বর্তমানে পরিকাঠামো বেশ খারাপ। তাঁদের আশা, ভোটের পর হয়ত এই হাসপাতালের বিষয়ে উল্লেখযোগ্য কোন্ও পদক্ষেপ করা হবে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 11, 2024 5:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: চিকিৎসক থেকে প্রার্থী, শর্মিলা সরকারকে নিয়ে প্রতিবেশীরা কী বলছেন?