Environmental Workshop: জঙ্গলে ঘুরে ঘুরে কর্মশালা! হাওড়ায় যা যা ঘটল...

Last Updated:

Environment Workshop: কর্মশালায় মূলত ছবি ও ভিডিও দেখিয়ে বাঘরোল, বনবেড়াল সহ নানান প্রাণীর আচরণ, গতিবিধি, আবাসস্থল ইত্যাদি বোঝানো হয়। মল, পায়ের ছাপ ইত্যাদি পরীক্ষা করার কৌশল, জিপিএস ক্যামেরা ট্র্যাকিং, লোকেশন আইডেন্টিফিকেশন, ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতি শেখানো হয়

+
বনে

বনে জঙ্গলে ঘিরে বিশেষ কর্মশালা পরিবেশকর্মীদের

হাওড়া: পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে উৎসাহ দিতে বন্য প্রাণ বিষয়ক কর্মশালার আয়োজন। এই কর্মশালায় অংশগ্রহণ করল স্কুল-কলেজের পড়ুয়ারা। মূলত হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের পক্ষ থেকে এমন উদ্যোগ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু পরিবেশকর্মী ও বন্যপ্রাণ উদ্ধারকারী এই কর্মশালায় অংশ নন।
কর্মশালায় মূলত ছবি ও ভিডিও দেখিয়ে বাঘরোল, বনবেড়াল সহ নানান প্রাণীর আচরণ, গতিবিধি, আবাসস্থল ইত্যাদি বোঝানো হয়। মল, পায়ের ছাপ ইত্যাদি পরীক্ষা করার কৌশল, জিপিএস ক্যামেরা ট্র্যাকিং, লোকেশন আইডেন্টিফিকেশন, ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতি শেখানো হয়। হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের ব্যবস্থাপনায় বনে-জঙ্গলে ট্র্যাক-ক্যামেরা বসানো এবং নমুনা সংগ্রহের বিষয়গুলি শেখানো হয়।
advertisement
advertisement
একই সঙ্গে বাগনান বাঙালপুরের মহিলা বিকাশ কেন্দ্রের সভাগৃহে অনুষ্ঠিত হল জেলার পরিবেশকর্মীদের নিয়ে ছোট বন-বিড়ালদের নিয়ে গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতি। হাতে-কলমে শেখানো হয় সবকিছু। এই কর্মশালার প্রধান প্রশিক্ষক ছিলেন ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের জীববিদ্যার গবেষক শাম্বদেব বসু ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাঘরোল গবেষক সম্রাট চক্রবর্তী মহাশয়। এছাড়াও হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের তরফে প্রশিক্ষক হিসাবে অংশ নেন শুভজিৎ মাইতি। প্রশিক্ষনের দ্বিতীয় ভাগে একেবারে স্থানীয় বাঙালপুরের জলাভূমি ও জঙ্গল এলাকায় সরেজমিনে গিয়ে এই বন-বিড়ালদের গতিবিধি, মল ও পায়ের ছাপ পরীক্ষা, ক্যামেরা ট্র্যাকিং-এর কৌশল হাতেকলমে শেখানো হয়।
advertisement
উপস্থিত ছিলেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সভাপতি পরিবেশবীদ ডাঃ সৌরেন্দুশেখর বিশ্বাস, সম্পাদক কল্যানী পালুই সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এই কর্মশালায় ৩৫ জনের ছাত্র, যুবক-যুবতী বন্যপ্রাণ সংরক্ষণে যুক্ত ছেলেমেয়েরা অংশ নেন। প্রত্যেকেই খুবই উপকৃত ও উৎসাহিত হয়েছে বলে জানায়। হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চকে আরও এধরণের কর্মশালার আয়োজন করতে অনুরোধ করেন তাঁরা।
advertisement
রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Environmental Workshop: জঙ্গলে ঘুরে ঘুরে কর্মশালা! হাওড়ায় যা যা ঘটল...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement