পশ্চিমবঙ্গ নির্বাচন ফলাফল ২০২৪ , লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট
নির্বাচন রেজাল্ট ২০২৪ , লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট
সকাল ৯টা পর্যন্ত বিষ্ণুপুর কেন্দ্রে এগিয়ে সুজাতা মণ্ডল। প্রথম রাউন্ড গণনার শেষে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল ৯৯৯ ভোটে এগিয়ে। ভোটের গণনার আগের দিন তিনি যতই বলুন টেনশন গেছে পেনশন নিতে। মঙ্গলবার সকাল থেকেই সুজাতা মণ্ডলকে দেখা গেল সিরিয়াস মুডে। পুজো দিয়ে দলীয় কর্মী ও নেতাদের সঙ্গে একটি ছোট্ট মিটিং করেন সুজাতা। এরপর গণনা কেন্দ্রে পৌঁছন তিনি। বাবার আশীর্বাদ নিয়ে ঢোকেন গণনাকেন্দ্রে।
advertisement
একটা সময় বাঁকুড়া জেলা বামেদের দুর্গ ছিল। সেখানে এবার তৃণমূল-বিজেপি দ্বিমুখী লড়াই হতে চলেছে বলেই জানিয়েছিলেন রাজনৈতিক কারবারিরা। ২০০৯ সাল পর্যন্ত এই কেন্দ্র থেকে বেশিরভাগ সময় জিতে এসেছেন বাম প্রার্থীরা। ২০১৪ সালে পরিবর্তন ঘটে। ২০১৪ সালে প্রথম এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌমিত্র খাঁ জিতে আসেন। কিন্তু, পরবর্তীকালে তিনি দলবদল করে নেন। এরপর ২০১৯ সালে বিজেপির টিকিটে এই কেন্দ্রে লড়ে জিতেছিলেন সৌমিত্র খাঁ। এবার সেখানে মুখোমুখি লড়তে চলেছেন সৌমিত্র-সুজাতা। শেষ হাসি কে হাসে এখন সেটাই দেখার।