TRENDING:

Lok Sabha Elections 2024 Results Sayan Banerjee: তমলুকে দেবাংশু নাকি অভিজিৎ, কার বাজিমাত? স্পষ্ট করে জানিয়ে দিলেন CPIM-এর সায়ন

Last Updated:

Lok Sabha Elections 2024 Results Sayan Banerjee: গণনা কেন্দ্রে ঢোকার আগে পর্যন্ত আত্মবিশ্বাসী তমলুকের সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। জিতবে কে? সায়ন বললেন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোলাঘাট: গণনা কেন্দ্রে ঢোকার আগে পর্যন্ত আত্মবিশ্বাসী তমলুকের সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। ৪ জুন মঙ্গলবার দেশজুড়ে লোকসভা ভোটের ফলাফল। মঙ্গলে কোন প্রার্থীর ভাগ্য প্রসন্ন হচ্ছে আর কোন প্রার্থীর কপালে দুর্ভোগ তা জানা যাবে আর কয়েক ঘণ্টা পরেই।
advertisement

সকাল থেকেই বিভিন্ন গণনাকেন্দ্রে করা নিরাপত্তার মাধ্যমে শুরু হয়েছে গণনা প্রক্রিয়া। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্রে কোলাঘাটের কেটিপিপি হাইস্কুলে। আর গণনা কেন্দ্রে ঢোকার আগে নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সায়ন বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: জোর টক্কর, সন্ধ্যা ৭টায় বিজেপি সদর দফতরে নরেন্দ্র মোদি! লাড্ডু, ফুলে সেজে উঠছে দিল্লি

advertisement

লোকসভা ভোটের শুরুর দিন থেকে রাজ্য রাজনীতির পাখির চোখ তমলুক লোকসভা কেন্দ্র। তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি, তৃণমূল ও সিপিআইএম প্রার্থীর লড়াই দেখতে মুখিয়ে রয়েছে জেলা তথা রাজ্যবাসী। প্রায় দু’মাসের বেশি সময় ধরে সেই প্রতীক্ষার অবসান হবে ৪ জুন। অপেক্ষা আর কয়েক ঘণ্টার কিন্তু তার আগে আত্মবিশ্বাসী প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী থেকে কর্মী সমর্থকেরা।

advertisement

View More

আরও পড়ুন: জীবনে হতাশা ঘিরে ধরলে বাঁচার পথ দেখাবে বিবেকানন্দের এই ৫ দৃপ্ত বাণী, জানুন

তমলুক লোকসভা কেন্দ্রের কোলাঘাটের কেটিপিপি হাই স্কুলে গণনা কেন্দ্রে ঢোকার আগে সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় তমলুক লোকসভা কেন্দ্র থেকে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী।

গণনা কিন্তু ঢোকার আগে সিপিআইএম প্রার্থী সায়ন জানান, ‘৭০ দিনের নির্বাচনী প্রচারের পর ২৫ মে ভোট হয়। ৪ জুন এই ভোট মহোৎসবের শেষ দিন। আর কয়েক ঘণ্টা পরই রাজ্যের মানুষ জানবে সিপিআইএম শূন্য নয়। সিপিআইএমের এই শূন্য তকমাটা সরে যাবে। আমাদের বিশ্বাস শূন্য নিয়ে যে খোঁচা আমাদের খেতে হত। কয়েক ঘণ্টা পর সেই খোঁচা আর খেতে হবে না। তমলুক নিয়ে আশাবাদী জয়ের বিষয়ে। তিনি দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর কাছে ভোটের ফলাফলের পর শান্তি বজায় রাখার জন্য আবেদন জানিয়েছেন।’

advertisement

৪ জুন এবার লোকসভা ভোটের শেষ দিন। কয়েক ঘণ্টা পরেই জানা যাবে দিল্লির মসনদে কারা বসছে। বাংলাতেই-বা কারা এগিয়ে থাকছে। কিন্তু পরিস্থিতি যাই হোক না কেন তমলুক নিয়ে আশাবাদী বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। শুধু তমলুক নয় সারা রাজ্যে বাম ও কংগ্রেসের জোটের প্রার্থীরা ভাল ফলাফল করবে বলে তিনি জানান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Elections 2024 Results Sayan Banerjee: তমলুকে দেবাংশু নাকি অভিজিৎ, কার বাজিমাত? স্পষ্ট করে জানিয়ে দিলেন CPIM-এর সায়ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল