Narendra Modi: জোর টক্কর, সন্ধ্যা ৭টায় বিজেপি সদর দফতরে নরেন্দ্র মোদি! লাড্ডু, ফুলে সেজে উঠছে দিল্লি

Last Updated:

Narendra Modi: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তৃতীয় বার কি প্রধানমন্ত্রী হিসেবেই ভাষণ দেবেন নরেন্দ্র মোদি? ৪ জুন, মঙ্গলবার লোকসভা নির্বাচন ২০২৪-এর ফলাফল পরিষ্কার হওয়ার পরই ভাষণ দেবেন মোদি।

নরেন্দ্র মোদি (ফাইল ছবি)
নরেন্দ্র মোদি (ফাইল ছবি)
নয়াদিল্লি: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তৃতীয় বার কি প্রধানমন্ত্রী হিসেবেই ভাষণ দেবেন নরেন্দ্র মোদি? ৪ জুন, মঙ্গলবার লোকসভা নির্বাচন ২০২৪-এর ফলাফল পরিষ্কার হওয়ার পরই ভাষণ দেবেন মোদি।
এদিন সন্ধ্যা সাতটায় নয়াদিল্লিতে বিজেপি সদর দফতরে আসবেন এবং একটি ছোট বৈঠক করবেন বলে খবর। তারপর দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি।
আরও পড়ুন: জীবনে হতাশা ঘিরে ধরলে বাঁচার পথ দেখাবে বিবেকানন্দের এই ৫ দৃপ্ত বাণী, জানুন
গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে, ভোটের ফলপ্রকাশের দিন দিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে বিজেপির সদর দফতর দীনদয়াল উপাধ্যায় মার্গ পর্যন্ত একটি বর্ণাঢ্য রোড-শো হবে। তাতে দলের শাসক দলের শীর্ষ নেতারা থাকবেন।
advertisement
advertisement
বিকেলে দলের সদর দফতরে আসবেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডারা। দিল্লি কার দখলে থাকবে তা নিয়ে সবাই রয়েছে উৎকণ্ঠায়। এরই মধ্যে বিভিন্ন এক্সিট পোলের রিপোর্ট অনুযায়ি বিজেপি ফের সরকারে আসছে। মহা উৎসাহ নিয়ে অপেক্ষায় রয়েছে বিজেপির সদর দফতর। দিল্লির বিজেপি সদর দফতরে তৈরি হচ্ছে পুরি ও মিষ্টি।
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Narendra Modi: জোর টক্কর, সন্ধ্যা ৭টায় বিজেপি সদর দফতরে নরেন্দ্র মোদি! লাড্ডু, ফুলে সেজে উঠছে দিল্লি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement