TRENDING:

Lok Sabha Election 2024: লক্ষ্য মানুষের মন জয়, টোটো চালিয়ে প্রচার জয়নগরের বিজেপি প্রার্থীর

Last Updated:

Lok Sabha Election 2024: টোটো চালিয়ে প্রচার করলেন জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারী। পয়লা জুন জয়নগর লোকসভা কেন্দ্রে ভোট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: টোটো চালিয়ে প্রচার করলেন জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারী। পয়লা জুন জয়নগর লোকসভা কেন্দ্রে ভোট। আর এই লোকসভা ভোটের প্রচারে জোড়কদমে এগিয়ে চলেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী সহ দলীয় কর্মীরা। প্রচারের ঝড় তুলছেন ডান-বাম সব পক্ষ।
advertisement

লোকসভা নির্বাচন ২০২৪ পঞ্চম দফার ভোট লাইভ

প্রতিদিন একপ্রান্ত থেকে অপর প্রান্তে জনসংযোগ, কর্মীসভা, পাড়ায় পাড়ায় প্রচার সব মিলিয়ে কেউ কাউকে পিছিয়ে ফেলতে পারছে না। জয়নগর লোকসভা কেন্দ্র বেশ কিছুটা এলাকা সুন্দরবনের নদীমাতৃক এলাকা। তাই প্রচারে জোর দিয়েছে বিজেপি, তৃণমূল সহ একাধিক রাজনৈতিক দল। আর এবার জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী টোটো চালিয়ে বিভিন্ন এলাকায় ভোট প্রচার করতে দেখা গেল। বিজেপি প্রার্থী সহ একাধিক কর্মী সমর্থকেরা।

advertisement

আর এদিন ভোট প্রচার চলাকালীন জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বলেন,”জেতার ব্যাপারে পুরোপুরি আশাবাদী কারণ রাজ্যের শাসক দল যেভাবে অন্যান্য ভোটে ছাপ্পা মেরে ভয় দেখিয়ে ভোট করিয়ে নিয়েছে। তবে এই লোকসভা ভোটে এই ধরনের ভয় দেখিয়ে ছাপ্পা মারা চলবে না। কারণ সেন্ট্রাল বাহিনী থাকবে প্রতিটা বুথে বুথে। আর মানুষ সুযোগ পেলে তারা যদি নিজের ভোট নিজে দিতে পারে তাহলে তৃণমূলকে কোনোভাবেই ভোট দেবে না।”

advertisement

View More

আরও পড়ুনঃ T20 World Cup 2024: কোন দেশ জিতবে টি-২০ বিশ্বকাপ ২০২৪? হয়ে গেল বড় ভবিষ্যদ্বাণী! রয়েছে মহাচমক

পাশাপাশি গত আড়াই মাস ধরে প্রতিটা এলাকায় ঘুরে ঘুরে প্রচার করছেন বিজেপি প্রার্থী । মানুষের দুহাত তুলে আশীর্বাদ করছেন বলেও জানিয়েছেনঅশোক কান্ডারী। আর এদিন আমি নিজে টোটো চালিয়ে এই অভিনব প্রচার দেখতে বহু মানুষ রাস্তার পাশে উপস্থিত হয়েছে। তাই আমি যদি জয়লাভ করে তাহলে সাধারণ মানুষের এভাবেই পাশে থেকে কাজ করতে চাই।

advertisement

সুমন সাহা

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Election 2024: লক্ষ্য মানুষের মন জয়, টোটো চালিয়ে প্রচার জয়নগরের বিজেপি প্রার্থীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল