লোকসভা নির্বাচন ২০২৪ লাইভ : লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় আজ রাজ্যের সাতটি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে৷ আজ হুগলি, আরামবাগ, শ্রীরামপুর, হাওড়া, উলুবে়ড়িয়া, ব্যারাকপুর এবং বনগাঁ কেন্দ্রে ভোট গ্রহণ চলছে৷ উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অর্জুন সিং, পার্থ ভৌমিকের মতো প্রার্থীরা৷ গোটা দেশে আজ ৪৯টি আসনে ভোটগ্রহণ চলছে৷ দেশের নিরিখে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন রাহুল গান্ধি, স্মৃতি ইরানি, রাজনাথ সিং, পীযূষ গয়ালরা৷ অমেঠি, রায়বরেলি, লখনউয়ের মতো কেন্দ্রেও আজ ভোটগ্রহণ চলছে৷ মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, ওড়িশা, জম্মু কাশ্মীর, বিহার, লাদাখের মতো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আজ ভোট রয়েছে৷
পঞ্চম দফায় গোটা দেশে বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার দাঁড়াল ৫৬.৭ শতাংশ৷
পঞ্চম দফায় রাজ্যের ৭টি কেন্দ্রে ভোটদানের হার ৭৩ শতাংশ, জানাল নির্বাচন কমিশন৷
সিঙ্গুরে তৃণমূলের বিজয় মিছিল। হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত বলে দাবি করে প্রতীকী লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মিছিল করলেন সিঙ্গুরের পুরুষোত্তম গ্রামের তৃণমূলের মহিলা কর্মী সমর্থকরা৷
পঞ্চম দফার ভোটে বিকেল সাড়ে চারটে পযন্ত অভিযোগের সংখ্যা ছাড়াল প্রায় দু হাজার।এখনও পর্য্ন্ত অভিযোগের সংখ্যা ১৯১৩। সব থেকে বেশি অভিযোগ সিপিআইএম-এর।২৪৫ টি অভিযোগ করেছে সিপিআইএম, ,তৃণমূলের অভিযোগ ৭৪টি, বিজেপির ১৪২টি।
তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে মেদিনীপুর শহরে রোড শো করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
ঝাড়গ্রামে বিজেপি প্রার্থীর সমর্থনে সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেই সভা থেকেই তাঁর কটাক্ষ, ‘কংগ্রেস-তৃণমূলের ভরাডুবি নিশ্চিত৷’
রায়বরেলিতে ভোটারদের ভয় দেখানো হচ্ছে, এমনই অভিযোগ করলেন কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধি৷ এবার অমেঠির বদলে রায়বরেলি থেকে প্রার্থী হয়েছেন রাহুল৷
পঞ্চম দফাতেও রাজ্যে ভোটদানের হার যথেষ্টই ভাল৷ বেলা ৩টে পর্যন্ত রাজ্যের ৭টি লোকসভা কেন্দ্রে গড়ে ভোট পড়েছে ৬২.৭২ শতাংশ৷ আরামবাগে ভোট পড়েছে ৬৭.১২ শতাংশ৷ এর পরেই উলুবেড়িয়ায় ভোটদানের হার ৬৬.৪৫ শতাংশ৷
ব্যারাকপুরের মণ্ডলপাড়ায় একটি বুথে বিজেপির এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ ঘটনাস্থলে গেলে বিজেপি নেতা কৌস্তভ বাগচিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা৷ বিজেপি নেতার গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়৷ কোনওক্রমে কৌস্তভকে এলাকা থেকে বের করে দেয় পুলিশ৷
টিটাগড়ে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে ঘিরেে ধরে বিক্ষোভ তৃণমূলের, দেওয়া হল গো ব্যাক স্লোগান৷ ঘটনাক কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷ বিক্ষোভকারীদের দিকে তেড়ে যান অর্জুনও৷ কোনওক্রমে পরিস্থিতি সামাল দেয় কেন্দ্রীয় বাহিনী৷ এর আগে কাঁচরাপাড়াতেও একই ঘটনা ঘটে৷
বেলা ১টায় গোটা দেশে ভোটদানের হার দাঁড়াল ৩৬.৭০ শতাংশ৷ এই দফাতেও বাংলায় ভোটের হার অন্যান্য রাজ্যের থেকে অনেকটাই বেশশ
সোমবার সকালবেলা নৈহাটি বিধানসভার অন্তর্গত প্রফুল্লচন্দ্র গার্লস হাই স্কুলের ১৯৪ নম্বর বুথে ভোট দিলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। তিনি ভোট দেওয়ার আগে নৈহাটির বড়মার এবং গৌরীপুর হনুমান মন্দিরে পূজো দেন।
রাজ্যের ৭টি লোকসভা কেন্দ্রে বেলা ১টা পর্যন্ত ভোট পড়েছে ৪৮.৪১ শতাংশ৷ নির্বাচন কমিশনে সূত্রে এমনই খবর৷
ব্যারাকপুর লোকসভা এলাকার অন্তর্গত কাউগাছিতে এক মহিলা ভোটারকে চড় মারলেন বিজেপি নেতা৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়৷ বিক্ষোভ দেখান এলাকার মহিলারা৷ অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ৷
ধনেখালিতে লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে অসীমা পাত্রের তুমুল বচসা, উত্তেজনা৷ ঘটনার পরই লকেট চট্টোপাধ্যায়কে ভিডিও কল করে পরিস্থিতির সম্পর্কে জানেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷