নির্বাচনী হলফনামায় এই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন তৃণমূল প্রার্থী। বিগত পাঁচটি আর্থিক বর্ষে তিনি মোটা টাকা আয় করেছেন। ২০২২ ২৩ থেকে ২০১৮-১৯ অর্থবছরে লক্ষ লক্ষ টাকা আয় করছেন তিনি। যে আয়ের পরিমাণ যথাক্রমে, ৩৯ লক্ষ ৫২ হাজার ৩২ টাকা, ৪৩ লক্ষ ৫৮ হাজার ১৩০ টাকা, ৩৯ লক্ষ ৩৩ হাজার ৭৩০ টাকা, ৮৭ লক্ষ ৫৬ হাজার ৯১০ টাকা এবং ৪৭ লক্ষ ৮২ হাজার ২৩৯ টাকা। সবমিলিয়ে গত ৫ আর্থিক বর্ষে কীর্তি আজাদ আয় করেছেন ২ কোটি ৫৭ লাখ ৮২ হাজার ৩৮০ টাকা।অন্যদিকে তৃণমূল প্রার্থীর স্ত্রী পুনম আজাদ মোটা টাকা উপার্জন রয়েছে। সব মিলিয়ে গত পাঁচ আর্থিক বর্ষে তিনি উপার্জন করেছেন ১ কোটি ১৬ লক্ষ ৬৮ হাজার ২৭৭ টাকা।
advertisement
খেলার মাঠ দাপিয়ে বেড়ানো এই তৃণমূল প্রার্থীর নামে একটি অভিযোগ রয়েছে। নির্বাচনী হলফনামার তথ্য অনুযায়ী শিলং সদর থানায় তার নামে একটি অভিযোগ রয়েছে। যে অভিযোগটি রয়েছে শিলং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের অধীনে। অন্যদিকে তৃণমূল প্রার্থীর বেশ কয়েকটি ব্যাংক একাউন্টে মোটা টাকা গচ্ছিত রয়েছে। ২০২৪ এর এপ্রিল মাসের ১৯ তারিখ অনুযায়ী এই তৃণমূল প্রার্থীর হাতে নগদ টাকা রয়েছে ১ লক্ষ ৯০হাজার টাকা। অন্যদিকে তার স্ত্রীর হাতে রয়েছে ৭২ হাজার টাকা। তৃণমূল প্রার্থীর বিভিন্ন জায়গা মিলিয়ে মোট ৪ টি ব্যাংক একাউন্ট রয়েছে। তার স্ত্রীর রয়েছে দুটি ব্যাংক অ্যাকাউন্ট। মোট চারটি অ্যাকাউন্টে তৃণমূল প্রার্থীর গচ্ছিত রয়েছে ৭১ লক্ষ ৫৮ হাজার ৯৫৬ টাকা। এছাড়াও ইকুইটি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ রয়েছে দুজনের।
শেষ নয় এখানেই। তৃণমূল প্রার্থীর ৫০ লক্ষ টাকার একটি জীবন বীমা রয়েছে। তাছাড়াও পাবলিক প্রভিডেন্ট ফান্ড সহ আরও একটি পলিসিতে বিনিয়োগ রয়েছে তৃণমূল প্রার্থীর। নির্বাচনী হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী, তৃণমূল প্রার্থীর মোট চারটি গাড়ি রয়েছে। যেগুলির সব মিলিয়ে বাজার মূল্য ২৫ লক্ষ টাকা। সোনার মত বহু মূল্যবান ধাতু মজুত রয়েছে তৃণমূল প্রার্থীর কাছে। যার বর্তমান আনুমানিক বাজার মূল্য ১৩ লক্ষ ৮০ হাজার টাকা। এছাড়াও অন্যান্য সম্পত্তি রয়েছে। বিনিয়োগ, ব্যাংক একাউন্টে জমা সহ সবমিলিয়ে কীর্তি আজাদের সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৩০ লক্ষ ৮৭ হাজার ১২৩ টাকা। সেই জায়গায় দাঁড়িয়ে তার স্ত্রী পুনম আজাদের সম্পত্তির পরিমাণ অনেকটাই কম। তার কাছে সম্পত্তি রয়েছে ২১ লক্ষ ৫১ হাজার ৯১০ টাকার।
আরও পড়ুন: শুধু টাকা আর টাকা! ভোটের মাঝেই টাকার পাহাড় উদ্ধার ইডির! এবার মন্ত্রীর সচিবের পরিচারকের বাড়িতে খোঁজ
এছাড়াও চাষযোগ্য জমি রয়েছে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের নামে। মোট তিনটি চাষযোগ্য জমির রয়েছে তার কাছে। সবমিলিয়ে যার বর্তমান আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ ৬৮ হাজার ৪০০ টাকা। তবে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ বা তার স্ত্রীর নামে অচাষযোগ্য কোনও জমি নেই। পাটনায় আজাদ ভবন নামের একটি কমার্শিয়াল বিল্ডিং রয়েছে তৃণমূল প্রার্থীর নামে। ৫৭১২ বর্গ ফুটের এই কমার্শিয়াল ভবনটির বর্তমান আনুমানিক বাজার মূল্য ৫ কোটি টাকা। দ্বারভাঙায় তার একটি বসতবাড়ি রয়েছে। যেখানে বসত বাড়িটি তৈরি হয়েছে ৩২০০ বর্গফুট এলাকায়। তবে বসতবাড়ির মোট এলাকা ৪০০০ বর্গফুট। যেটির বর্তমান বাজার মূল্য আনুমানিক ১ কোটি ২৫ লক্ষ টাকা । কমার্শিয়াল বিল্ডিং, চাষযোগ্য জমি এবং বসতবাড়ি মিলিয়ে তার কাছে ৬ কোটি ৬৭ লক্ষ ৭৫ হাজার টাকার সম্পত্তি রয়েছে।
অন্যদিকে ঋণ রয়েছে তৃণমূল প্রার্থীর নামে। তৃণমূল প্রার্থীর নামে ব্যাংকে তিনটি গাড়ি সংক্রান্ত লোন রয়েছে। যেগুলির মূল্য যথাক্রমে ২ লক্ষ ৯০ হাজার ৩৩০ টাকা, ৫ লক্ষ ২৩ হাজার ৫১১ টাকা এবং ২ লক্ষ ৭৭ হাজার ৮৭১ টাকা। এছাড়াও রেন্টাল সিকিউরিটি ডিপোজিট হিসেবে ২৯ লক্ষ ২৭ হাজার টাকার একটি ঋণ রয়েছে। সব মিলিয়ে তার ৪০ লক্ষ ১৮ হাজার ৭১২ টাকার ঋণ রয়েছে। তার স্ত্রী পুনম আজাদের রেন্টাল সিকিউরিটি ডিপোজিটে ১৭ লাখ ২০ হাজার ১০০ টাকার ঋণ রয়েছে। নির্বাচনী হলফনামার তথ্য অনুযায়ী দিল্লি বিশ্ববিদ্যালয়ে অধীনে ১৯৮১ সালে তিনি ইতিহাস অনার্সে স্নাতক হন।
—- নয়ন ঘোষ






