Ed Raid: শুধু টাকা আর টাকা! ভোটের মাঝেই টাকার পাহাড় উদ্ধার ইডির! এবার মন্ত্রীর সচিবের পরিচারকের বাড়িতে খোঁজ

Last Updated:

Ed Raid: ২০২৩ সালে ঝাড়খণ্ডে এই আর্থিক তছরূপ সংক্রান্ত মামলা শুরু হয়েছিল।

এ যে টাকার পাহাড়!
এ যে টাকার পাহাড়!
রাঁচি: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) মধ্যে ঝাড়খণ্ডে ইডি’র হানায় ফের বিপুল টাকা উদ্ধার (Huge Cash Recovery) হল। সোমবার সকালে ঝাড়খণ্ডের (Jharkhand) গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারকের বাড়ি থেকে এই বিপুল টাকা উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত ৩০ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে খবর। টাকা গোনা এখনও শেষ হয়নি বলেই জানা যাচ্ছে।
রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে ঝাড়খণ্ডে এই আর্থিক তছরূপ সংক্রান্ত মামলা শুরু হয়েছিল। গ্রামোন্নয়ন দফতরের অধীনে বেশ কয়েকটি প্রকল্পে টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় অভিযুক্ত ছিলেন দফতরের মুখ্য ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কে রাম। তাঁকে গ্রেফতার করে মামলার তদন্ত শুরু করেছে ইডি। তাঁকে জেরা করেই এই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে দাবি করা হয়েছে।
advertisement
advertisement
গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে ইডি হানা দেয় ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারকের বাড়িতে। রবিবার রাত থেকেই রাঁচির ছয় জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। এরপর সোমবার ইডি পৌঁছায় সঞ্জীব লালের পরিচারকের বাড়িতে। ইডি সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ড গ্রামোন্নয়ন বিভাগে আর্থিক তছরুপের মামলার তদন্তে এই তল্লাশি অভিযান চলছে।
advertisement
প্রসঙ্গত, এর আগে বাংলার প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দু’টি বাড়িতে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এই অভিযানে উদ্ধার হওয়া টাকা সেই পরিমাণকে ছুঁতে পারে কি না, তা নিয়ে অনেকেরই মনে কৌতুহল জেগেছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ed Raid: শুধু টাকা আর টাকা! ভোটের মাঝেই টাকার পাহাড় উদ্ধার ইডির! এবার মন্ত্রীর সচিবের পরিচারকের বাড়িতে খোঁজ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement