Kolkata College Student: কলকাতার কলেজের ছাত্রের কাছে এত অস্ত্র-বোমার মশলা! গড়িয়ায় হানা দিয়ে তাজ্জব পুলিশ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Kolkata College Student: গড়িয়ার বাহান্নপল্লী থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় আশুতোষ কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্র সহ গ্রেফতার দুই।
অর্পন মণ্ডল, নরেন্দ্রপুর: নরেন্দ্রপুর থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ত্রিশ রাউন্ড কার্তুজ সহ বোমা বানানোর মশলা ও আরও অন্যান্য সামগ্রী উদ্ধার পুলিশের। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নরেন্দ্রপুরের ৫২ পল্লী এলাকা থেকে দুজনকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। আর আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ ৫ কিলো বোমা বাঁধার মশলা উদ্ধার করে নরেন্দ্রপুর থানার পুলিশ।
গড়িয়ার বাহান্নপল্লী থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় আশুতোষ কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্র সহ গ্রেফতার দুই। বিজয় হালদার ওরফে ভুতম, হিরন্ময় নস্কর ওরফে রানা। এদের কাছ থেকে উদ্ধার ১টি ওয়ান শাটার, ২টি ৭ এমএম পিস্তল, লাইভ কার্তুজ ৩০ রাউন্ড, বারুদ ৫ কেজি। সুতলি ২৫টি বান্ডিল উদ্ধার করে। হিরন্ময়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই সব অস্ত্রসস্ত্র।
advertisement
advertisement
বিজয় দাগী আসামী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে খুনের মামলা আছে। এর আগেও তাকে গ্রেফতার করা হয়। কোথা থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এরা অস্ত্র চোরাচালান কারবারের সঙ্গেও যুক্ত কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2024 12:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kolkata College Student: কলকাতার কলেজের ছাত্রের কাছে এত অস্ত্র-বোমার মশলা! গড়িয়ায় হানা দিয়ে তাজ্জব পুলিশ