উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার ৮৬ নং বুথে ভোট গ্রহণ কেন্দ্রে এবারে তৈরি হয়েছে ‘আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র’। যেখানে থাকছে সেলফি জোন। সেখানে লেখা রয়েছে ‘I am proud voter of Kaliyaganj’। আর এই ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিতে এসে সেলফি তুলতে ব্যস্ত মহিলারা। এই আদর্শ ভোট গ্রহণ কেন্দ্রে পুরো ভোট পরিচালনার দায়িত্বে রয়েছেন মহিলারাই।
advertisement
আরও পড়ুন : গরমের জন্য মা ক্যান্টিনের মেনুতে বিরাট বদল! কী কী থাকবে পাতে? দেখে নিন
কালিয়াগঞ্জ পৌরসভার এই আদর্শভোটগ্রহণ কেন্দ্রটি চারপাশে ফুল ও গোলাপি আর সাদা বেলুন দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। ভোট দেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হলে রৌদ্রে যেন ভোটারদের কষ্ট না হয় সে জন্য ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরের রাস্তার উপর অস্থায়ী কাপড়ের শেড তৈরি করা হয়েছে ।আর নিচে সবুজ গালিচা বিছানো হয়েছে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যাতে না থাকতে হয় এর জন্য পর্যাপ্ত পরিমাণ চেয়ার রাখা হয়েছে। শুধু এখানেই শেষ নয়, পানীয় জলের ব্যবস্থাও রাখা হয়েছে।
মহিলারা শিশু নিয়ে এলে যাতে শিশুদের কোনও ধরনের অসুবিধা না হয় তার জন্য আলাদা বসার বন্দোবস্ত, চিকিৎসক-সহ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও নেওয়া হয়েছিল। নির্বাচন কমিশনের এমন অভিনব উদ্যোগে স্বাভাবিকভাবে খুশি ভোটাররা।
পিয়া গুপ্তা





