মা ক্যান্টিনে হচ্ছে মেনুর বদল! মুর্শিদাবাদের বিভিন্ন মা ক্যান্টিনে মেনু বদল করা হয়েছে গরমের জন্য। এখানে খাবার খেতে খরচ হয় মাত্র ৫ টাকা। ভাত, ডাল তরকারির পাশাপাশি থাকে ডিমও। তবে এই প্রবল গরমে যাতে শরীর সুস্থ থাকে তাই রাখা হচ্ছে বিশেষ সব পদ। টক ডাল গরমে শরীর ঠান্ডা রাখে তাই এটি রাখা হবে মেনুতে। আর কী কী পদ থাকবে পাতে? দেখে নিন ভিডিও
Last Updated: April 26, 2024, 12:56 IST