TRENDING:

Dev: দেবকে দেখেই জয় শ্রীরাম! তৃণমূল প্রার্থী যা করলেন, হতবাক বিজেপি কর্মী, দেখুন ভিডিও

Last Updated:

দেব আসার খবর পেয়ে আগে থেকই বিমানবন্দরের বাইরে জড়ো হন জনাকয়েক বিজেপি কর্মী সমর্থক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: সাংসদ হিসেবে দশ বছরের মেয়াদ ফুরনোর মুখে দাঁড়িয়ে তিনি৷ নিন্দুকরা অবশ্য বলেন, রাজনীতিবিদ হিসেবে পরিণত নন দেব৷ বিরোধী শিবির যাই বলুক না কেন, লোকসভা নির্বাচনের মুখে নিজের কেন্দ্র ঘাটালের পাশাপাশি নিজের দল তৃণমূল কংগ্রেসের অন্যান্য প্রার্থী হয়েও সমান তালে প্রচারে ব্যস্ত দেব৷
advertisement

আর সেই প্রচার করতে গিয়েই দেব বোঝালেন, রাজনীতিবিদ হিসেবেও দশ বছরের অভিজ্ঞতা তাঁকে অনেক কিছুই শিখিয়েছে, তা সে নিন্দুকরা যাই বলুক না কেন৷

এ দিন রায়গঞ্জ এবং বালুরঘাটে দলের দুই প্রার্থী কৃষ্ণ কল্যাণী এবং বিপ্লব মৈত্রের হয়ে প্রচার করতে যান দেব৷ বাগডোগরা বিমানবন্দরে নামার পর দেব বাইরে আসতেই অভিনেতাকে ঘিরে ধরেন ভক্তরা৷ সেলফি তোলেন অনেকেই৷

advertisement

আরও পড়ুন: ‘৩৫ আসন পেলেই…’, হঠাৎ বামেদের কাছে আর্জি দিলীপের! শুনে কী জবাব দিল তৃণমূল?

দেব আসার খবর পেয়ে আগে থেকই বিমানবন্দরের বাইরে জড়ো হন জনাকয়েক বিজেপি কর্মী সমর্থক৷ দেবকে দেখেই জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন তাঁরা৷ তা কানে আসতেই ওই বিজেপি কর্মীদের দিকে এগিয়ে যান ঘাটালের তৃণমূল প্রার্থী৷ একেবারে সামনে দাঁড়িয়ে যে যুবক জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিলেন, তাঁকেই জড়িয়ে ধরেন দেব৷ এতক্ষণ যাঁকে উদ্দেশ্য করে যিনি জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিলেন, সেই দেব গিয়ে তাঁকে জড়িয়ে ধরায় রীতিমতো হতবাক হয়ে যান ওই যুবক৷ মুখে হাসিও ফোটে তাঁর৷ ততক্ষণে চুপ করে গিয়েছেন তাঁর সঙ্গীরাও৷ এর পরই হাসিমুখে রায়গঞ্জের সভার উদ্দেশ্যে রওনা দেন দেব৷

advertisement

বিমানবন্দর ছাড়ার আগে অবশ্য দেব বলেন, একটা লোক অতক্ষণ দাঁড়িয়েছিল, সুযোগ পেয়েছিল আমাকে দেখে জয় শ্রীরাম বলার৷ তাই আমিও এগিয়ে দিয়ে জড়িয়ে ধরলাম৷ সবসময় রাগ অভিমান দিয়ে তো সবকিছু হয় না, ভালবাসা দিয়েও কাজ হয়৷ ওরা সঙ্গে সঙ্গে চুপ করে গেল৷ হাতেনাতে তো প্রমাণ দিলাম৷ জড়িয়ে ধরার পর আর কিছু বলতে পারছে না৷ অথচ সামনেই দাঁড়িয়ে৷ আমার জয় শ্রীরাম বলতে কোনও আপত্তি নেই৷ আর আমার মনে হয় শ্রীরাম সব ভারতবাসীর৷ ভারতীয়দের ধর্ম শেখাতে আসবেন না৷

advertisement

ঘাটালের তৃণমূল প্রার্থী আরও বলেন, দেবকে দেখে একটু স্লোগান হবে না, হয় নাকি৷ আর দেব জানে এ সব কীভাবে সামলাতে হয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Dev: দেবকে দেখেই জয় শ্রীরাম! তৃণমূল প্রার্থী যা করলেন, হতবাক বিজেপি কর্মী, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল