Dilip Ghosh: '৩৫ আসন পেলেই...', হঠাৎ বামেদের কাছে আর্জি দিলীপের! শুনে কী জবাব দিল তৃণমূল?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
দিলীপের এই প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিয়েছে বামেরা৷ পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূলও৷
অর্পণ চক্রবর্তী, দুর্গাপুর: গত বিধানসভা নির্বাচন এবং পঞ্চায়েত ভোটেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে বার বার সিপিএম সহ বামেদের কাছে বিজেপিকে সাহায্য করার বার্তা শোনা গিয়েছিল৷ এবার সেই একই আর্জি শোনা গেল বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মুখে৷ তৃণমূলকে হারাতে সরাসরি বাম এবং কংগ্রেস কর্মীদের সাহায্য চাইলেন দিলীপ৷ যদিও দিলীপের এই প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিয়েছে বামেরা৷ পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূলও৷
এ দিন দুর্গাপুরে মর্নিং ওয়াকের ফাঁকেই ভোটের প্রচার করতে গিয়ে দিলীপ ঘোষ বাম এবং কংগ্রেসের উদ্দেশ্যে বলেন, ‘আপনারাই হাত ধরে এই ডাকাতগুলোকে ধরে এনে বসিয়েছেন৷ ফলে আপনাদেরও দায়িত্ব আছে এই ডাকাতদের সরাবার৷ রং পরে দেখব৷ আগে এই ডাকাতগুলোকে সরাতে হবে৷ আসুন মোদির হাত শক্ত করুন৷’ এখানেই শেষ নয়, দিলীপ ঘোষ এ দিন দাবি করেন, লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি ৩৫টি আসনে জয়ী হলে ছ মাসের মধ্যে রাজ্য সরকার ক্ষমতাচ্যুত হবে৷
advertisement
advertisement
তবে দিলীপের বার্তার কড়া প্রতিক্রিয়া দিয়েছে সিপিএম নেতৃত্ব৷ সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বলেন, ‘উনি বোধহয় জানেন না রাজনীতিতে এক জিনিস বার বার ঘটে না৷ মানুষ ২০১৯ আর ২০২১-এ বিজেপিকে ভোট দিয়েছিল তৃণমূলের বিরুদ্ধে লড়বে বলে৷ মানুষ তাদের অভিজ্ঞতায় দেখেছে, তৃণমূলের সঙ্গে বিজেপির সেটিং হয়েছে৷ ফলে একই ভুল মানুষ বার বার করবে না৷ মানুষ সিদ্ধান্ত নিয়েছে বিজেপিকেই উৎখাত করবে৷’
advertisement
দিলীপের এই মন্তব্যের জবাব দিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘দিলীপ ঘোষের কথায় আমাদের রাজনৈতিক বিশ্লেষণ সঠিক বলে প্রমাণিত৷ বিজেপির ভোট কোথায়? বাম-কংগ্রেস ভোট দিয়েছিল। তৃণমূলের প্রতি অন্ধ বিরোধিতা থেকে ভোট দেয় বামেরা। বিজেপির এই দুই ভাই৷ বামেদের ভোট কমেছে। কংগ্রেসের ভোট কমেছে। সেটা বিজেপিতে গেছে। যতই অক্সিজেন দিন হবে না কিছু।’
advertisement
সহ প্রতিবেদন- আবীর ঘোষাল
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 23, 2024 6:57 PM IST