স্পেশ্যাল কোনও ট্রেন বা এসি গাড়ি নয়, সাধারণ যাত্রীদের মতলোকাল ট্রেনে খড়গপুর থেকে দাঁতন এলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের এই প্রার্থী। ট্রেনে যাত্রীদের মধ্যে ভোটের প্রচারের পাশাপাশি শুনলেন তাদের অভাব অভিযোগের কথা।ভোটের প্রচারে সরগরম রাজ্য রাজনীতি। মেদিনীপুর লোকসভাতেও প্রচারে দম ফেলার সময় নেই বিজেপি ও তৃণমূল সহ রাজনৈতিক দলের প্রার্থীদের।এবার ট্রেনকে প্রচারের হাতিয়ার করে এক রকম জনসংযোগ করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।প্রসঙ্গত পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর লোকসভার ভোট আগামী ২৫মে। হাতে রয়েছে মাত্র ২৩-২৪ টা দিন। তাই এবার প্রচারের একটু ভিন্নমাত্রা যোগ করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
advertisement
আরও পড়ুন: মঙ্গলবার মেয়ে, বুধে মায়ের ভয়ঙ্কর মৃত্যু! বরানগরে ভয়াবহ ঘটনা, বাসিন্দাদের শিউরে ওঠা বয়ান
এদিন তিনি খড়গপুর লোকাল ট্রেনে উঠেন সকাল ১০ টা নাগাদ এবং সেখান থেকে দাঁতনের আঙ্গুয়া পর্যন্ত আসেন। এরপর সোনাকুনিয়া হাটে গিয়ে জনসংযোগের কর্মসূচি সারেন। তাই এদিন সকাল দশটা নাগাদ খড়গপুর থেকে ট্রেনে ওঠেন বিজেপি প্রার্থী সহ তার কর্মীরা।ট্রেনে উঠেই তিনি যাত্রীদের সঙ্গে জনসংযোগ শুরু করেন।
এদিন তিনি লোকাল ট্রেনের সওয়ারি হয়ে মুখোমুখি হয়েছিলেন লোকাল ১৮ বাংলার। ভোটের নানা দিক আলোচনা করেন তিনি স্বাভাবিকভাবে লোকসভা নির্বাচনের আগেই দম ফেলার সময় নিয়ে প্রার্থীদের। বিভিন্নভাবে জনসংযোগে তারা। তবে শেষ হাসি কে হাসে তা বলবে সময়।
—- রঞ্জন চন্দ