TRENDING:

Agnimitra Paul BJP: 'দিলীপ দা'র আশীর্বাদ নিয়ে আসরে অগ্নিমিত্রা! জুন মাসে জুনকে হারালে কী করবেন? স্পষ্ট করলেন সব

Last Updated:

Agnimitra Paul BJP: উন্নয়নমূলক রাজনীতি লক্ষ্য, প্রার্থী নির্বাচনের পর প্রচার বিজেপি প্রার্থীর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: দিলীপ ঘোষের গড়ে অগ্নিমিত্রা পালকে প্রার্থী করেছে বিজেপি। স্বাভাবিকভাবে বাড়তি দায়িত্ব অগ্নিমিত্রার ঘাড়ে। বিজেপির রাজ্য সম্পাদিকা এবং আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে, দিলীপ ঘোষের জয়ী কেন্দ্র মেদিনীপুরে, তৃণমূল প্রার্থী জুন মালিয়ার বিপক্ষ হিসেবে মনোনীত করেছে ভারতীয় জনতা পার্টি।
advertisement

নাম ঘোষণার পর মঙ্গলবার থেকেই জেলায় প্রচার শুরু করেছেন অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার জেলায় একাধিক কর্মসূচির পর বুধবারও সকাল থেকে তিনি তার কর্মসূচি শুরু করেন। মঙ্গলবার রাত্রে জেলায় রাত্রিযাপনের পর বুধবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ে কার্যকর্তাদের সঙ্গে বৈঠক সহ একাধিক কর্মসূচিতে আসেন অগ্নিমিত্রা পাল। এদিন নারায়ণগড়ের বেলদাতে একটি গেস্ট হাউসে তিনি জেলার কার্যকর্তা মোর্চা নেতৃত্বদের নিয়ে বৈঠক সারেন। বিকালেও প্রচার কর্মসূচি চালান তিনি।

advertisement

আরও পড়ুন: চাদরে ঢাকা গোটা শরীর, বহুদিন পর প্রকাশ্যে মদন মিত্র! পাশে সুন্দরী ‘বউমা’-কে নিয়ে ছবি ভাইরাল

মানুষের নানা উন্নয়ন করাই তার একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, উন্নয়নমূলক রাজনীতি করতে পছন্দ করেন। মানুষের মধ্যে উন্নয়ন, যুব প্রজন্মের কাজ এবং আইআইটি ও রেল নিয়ে কাজ করতে আগ্রহী। বিতর্কিত মন্তব্য, কাউকে খারাপ মন্তব্য করে রাজনীতি নয়, উন্নয়ন করতে চান। দিলীপ ঘোষের সাজানো ঘরকে আরও সাজিয়ে তুলতে চাই।

advertisement

View More

আরও পড়ুন: বিতর্কে জেরবার, ‘প্রার্থনা’য় প্রার্থী দিলীপ ঘোষ! যা চাইলেন, শুনে তাজ্জব হয়ে যাবেন

এই লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী জুন মালিয়ার বিপক্ষ হিসেবে ভোটে লড়ছেন তিনি। স্বাভাবিকভাবে বাড়তি চ্যালেঞ্জ অগ্নিমিত্রার কাছে।

তবে নির্বাচনে কী হয়, তাই এখন দেখার। ইতিমধ্যে প্রচারে জোর দিচ্ছেন প্রার্থী সহ নেতৃত্বরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Agnimitra Paul BJP: 'দিলীপ দা'র আশীর্বাদ নিয়ে আসরে অগ্নিমিত্রা! জুন মাসে জুনকে হারালে কী করবেন? স্পষ্ট করলেন সব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল