Madan Mitra: চাদরে ঢাকা গোটা শরীর, বহুদিন পর প্রকাশ্যে মদন মিত্র! পাশে সুন্দরী 'বউমা'-কে নিয়ে ছবি ভাইরাল

Last Updated:

Madan Mitra: বহুদিন পর হোলি উপলক্ষে ফেসবুকে ছবি শেয়ার করেছেন সকলের প্রিয় 'মদনদা'। মদন মিত্র লাইভ আপাতত বন্ধ রেখেছেন তৃণমূল বিধায়ক।

মদন মিত্রের নতুন ছবি
মদন মিত্রের নতুন ছবি
কলকাতা: বাংলা রাজনীতির রঙিন মানুষ। মদন মিত্র রাজনীতির ময়দানের বাইরে সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয়। সম্প্রতি অসুস্থ হয়ে একেবারেই ঘরবন্দি মদন মিত্র। বহুদিন পর হোলি উপলক্ষে ফেসবুকে ছবি শেয়ার করেছেন সকলের প্রিয় ‘মদনদা’। মদন মিত্র লাইভ আপাতত বন্ধ রেখেছেন তৃণমূল বিধায়ক। তবে হোলিতে সকলের খবর নিলেন তিনি।
দোলের পরদিন কপালে সবুজ আবীরের ছোঁয়া, চাদরে গোটা শরীর ঢেকে ছবি পোস্ট করেছেন মদন মিত্র। পাশে বসে রয়েছেন পাশে বসে তাঁর ছোট ছেলের স্ত্রী। নাম মেঘনা মিত্র। ছবিটি পোস্টের ক্যাপসানে মদন লিখেছেন ‘কেমন কাটল আপনাদের দোল’? মেঘনা কামারহাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। মদন মিত্র তাঁর কাছে পুত্রবধূ নয়, একেবারেই নিজের মেয়ের মতো বলে দাবি করেছেন নেতা।
advertisement
advertisement
সামনেই লোকসভা ভোট। কিন্তু অসুস্থতার কারণে বাড়িতেই রয়েছেন মদন মিত্র। ফলে ভোটের প্রচারে তাঁকে দেখা যাবে কি না তা নিয়ে কোনও সঙ্কেতই নেই আপাতত। গত ডিসেম্বরে জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠদের সূত্রে খবর, তাঁর নিউমোনিয়া হয়েছিল। দীর্ঘদিন উডবার্ন ওয়ার্ডে ভর্তি ছিলেন মদন।
advertisement
একদিন সেখান থেকে তাঁকে পরীক্ষার জন্য বাঙ্গুরের এক পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে একটি হুইলচেয়ারে বসে বেরিয়ে আসতে দেখা যায় মদন মিত্রকে। অনর্গল কাশছিলেন তিনি। কথা বলছিলেন জড়়িয়ে জড়িয়ে। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তৃণমূল নেতা। চোখে রোদ চশমা, পরনে রঙিন পাঞ্জাবি- মদন মিত্রকে এই ‘লুকে’ দেখতেই অভ্যস্ত আপামর বাঙালি। বহুদিন পর রঙের উৎসবে একেবারে অন্য রূপে দেখা গেল তাঁকে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Madan Mitra: চাদরে ঢাকা গোটা শরীর, বহুদিন পর প্রকাশ্যে মদন মিত্র! পাশে সুন্দরী 'বউমা'-কে নিয়ে ছবি ভাইরাল
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement