আরও পড়ুন: মাধ্যমিকে কম নম্বর পেয়ে ভয়ানক কাণ্ড কিশোরীর! মুক্তিপণ বাবদ এক কোটির দাবি, তোলপাড় বাংলা
নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে স্মরণের এমন সাফল্যে খুশি পরিবারের সদস্য-সহ জলপাইগুড়ি জেলার ১২ নং ওয়ার্ডের বাসিন্দারা। পরীক্ষার ৭৬ দিনের মাথায় মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হল গতকাল। মেধা তালিকায় এবারও জেলার দাপট লক্ষ্য করা গেল। জলপাইগুড়ি জেলা থেকে এবছর প্রথম দশে স্থান পেয়েছে একজন।
advertisement
Check : পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023
ধূপগুড়ির বৈরাতিগুড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্র স্মরণ দেবনাথ রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছে। ফলাফল প্রকাশ হতেই দেখা যায় স্মরণ দেবনাথ মাধ্যমিকে ৬৮৬ নম্বর পেয়েছে। দিনে ছ’সাত ঘণ্টা করে পড়ত সে। পড়ার পাশাপাশি খেলাধুলাও করত সে। সেই সঙ্গে কুইজেও সমান দক্ষ।
আরও পড়়ুন: ধেয়ে আসছে ভয়ানক দুর্যোগ! ক’দিনেই বাংলা জুড়ে প্রবল ঝড়বৃষ্টি, কী বলছে হাওয়া অফিস
আপাতত বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা এগোবে স্মরণ। মাধ্যমিকের তার এই সাফল্যের নেপথ্যে বাবা, মা-সহ গৃহশিক্ষক ও বিদ্যালয়ের ভূমিকা রয়েছে বলেই জানিয়েছে সে। পেশায় স্বর্নকার বিপ্লব দেবনাথ ছেলের সাফল্যে স্বভাবতই খুশি।
সুরজিৎ দে