আইআইটি খড়্গপুরের এক বিশেষ প্রকল্পে কাজের জন্য অস্থায়ী কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে।
বিশেষ এক প্রকল্পে গবেষণা সংক্রান্ত কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলোশিপ নিয়োগ করবে আইআইটি খড়গপুর। ইতিমধ্যেই একটিমাত্র পদে নিয়োগের জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। জুনিয়র রিসার্চ ফেলোশিপ পদে আবেদনের জন্য অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে আবেদনকারীদের।
advertisement
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ডিপার্টমেন্ট অফ সায়েন্স এন্ড টেকনোলজির আর্থিক সহযোগিতায় Development of a multiplex portable spinning disc for effective monitoring of womens health during different stages of pregnancy(DMP) বিশেষ প্রকল্পে কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে।
বেসিক সায়েন্সের স্নাতকোত্তর এবং প্রফেশনাল কোর্সে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন জানান যাবে। শুধু তাই নয়, আবেদনকারীকে ইউজিসি নেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, বিশেষ এই পদে কাজের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। স্পেশাল ক্যাটাগরিতে বয়সের ছাড় রয়েছে। নিযুক্ত ব্যক্তিকে প্রতিমাসে সাম্মানিক হিসেবে ৩১ হাজার টাকা বেতন দেওয়া হবে।
বিশেষ এই পদের জন্য আবেদন জানাতে গেলে সম্পূর্ণ অনলাইনে আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে প্রথমে আবেদনকারীকে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে মূল বিজ্ঞপ্তি দেখে আবেদন জানাতে হবে। বিশদে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।