এইদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রী এই মক ইন্টারভিউতে অংশগ্রহণ করেন। এছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকেও ছাত্র-ছাত্রীরা মক ইন্টারভিউ দিতে আসেন। এ বিষয়ে মক ইন্টারভিউ দিতে আসা পড়ুয়া সঙ্গীতা চন্দ্র ও জ্যোৎস্না মাহাতো বলেন, এই মক ইন্টারভিউর আয়োজন হয়ে তাদের অনেকটাই উপকার হচ্ছে। ইন্টারভিউর ভয় কেটে যাচ্ছে। কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাচ্ছে। প্রান্তিক এলাকার ছেলেমেয়েদের পাশে দাঁড়াতে পেরে তাদেরও ভীষণ ভাল লাগছে।
advertisement
শিক্ষাবিদ বিকাশ মাহাতো বলেন, জঙ্গলমহলের প্রান্তিক এলাকার ছেলে-মেয়েরা এই মক ইন্টারভিউর ফলে অনেকটাই উপকার পাচ্ছে। তাদের ইন্টারভিউ-এর ভয় ভীতি কমছে। জঙ্গলমহলে এইভাবে চাকরির প্রশিক্ষণার্থীদের মক ইন্টারভিউ হয়নি বললেই চলে। এই মক ইন্টারভিউ আগামী দিনে ছাত্র-ছাত্রীদের ইন্টারভিউ-এর পথ মসৃণ করবে। পড়ুয়াদের ব্যাপক সাড়া পেয়েছেন তারা। ১৬০ জন রেজিস্ট্রেশন করেছিল অংশগ্রহণ করেছে প্রায় ২০০ জন।
প্রাইমারি এবং এসএলএসটি প্রশিক্ষণার্থীদের শুধু পড়াশোনা দিক থেকে তৈরি করা নয় তাদের ইন্টারভিউতেও প্রস্তুত করার জন্য এই অভিনব উদ্যোগ নিয়েছেন এই সংস্থা। এতে জঙ্গলমহলের ছেলেমেয়ের নিজেদের ভয়-ভীতিকে কাটিয়ে এগিয়ে যেতে পারবে।





