TRENDING:

Job Counselling: আর চাকরির ভয় নেই জঙ্গলমহলের ছেলে-মেয়েদের, মক ইন্টারভিউয়ের আয়োজন!

Last Updated:

Job Counselling: প্রান্তিক এলাকার ছেলে-মেয়েদের মধ্যে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এক অভিনব উদ্যোগ। এসএলএসটি ও প্রাইমারি চাকুরির প্রশিক্ষণার্থীদের জন্য মক ইন্টারভিউয়ের আয়োজন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের। ‌

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: প্রান্তিক এলাকার ছেলে-মেয়েদের মধ্যে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এক অভিনব উদ্যোগ। এসএলএসটি ও প্রাইমারি চাকুরির প্রশিক্ষণার্থীদের জন্য মক ইন্টারভিউয়ের আয়োজন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের। ‌ ইন্টারভিউয়ের নাম শুনলেই ভয়-ভীতি তৈরি হয় পড়ুয়াদের মনে। অনেক ক্ষেত্রেই যোগ্যতা থাকলেও  ইন্টারভিউ টেবিলে ভয় পেয়ে ইন্টারভিউ ক্র্যাক করে উঠতে পারেন না তারা। ‌ তাদের জন্য এই মক ইন্টারভিউ যথেষ্টই তাৎপর্যপূর্ণ।
advertisement

আরও পড়ুনঃ মাত্র এক গানেই বদলে গিয়েছিল ভাগ্য, ৮ জাতীয় পুরস্কার! কাজ করছে নামজাদা সুরকারদের সঙ্গে! চিনতে পারছেন এই গায়ককে?

এইদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রী এই মক ইন্টারভিউতে অংশগ্রহণ করেন।‌ এছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকেও ছাত্র-ছাত্রীরা মক ইন্টারভিউ দিতে আসেন। ‌ এ বিষয়ে মক ইন্টারভিউ দিতে আসা পড়ুয়া সঙ্গীতা চন্দ্র ও জ্যোৎস্না মাহাতো বলেন, এই মক ইন্টারভিউর আয়োজন হয়ে তাদের অনেকটাই উপকার হচ্ছে।  ‌ ইন্টারভিউর ভয় কেটে যাচ্ছে। কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাচ্ছে। প্রান্তিক এলাকার ছেলেমেয়েদের পাশে দাঁড়াতে পেরে তাদেরও ভীষণ ভাল লাগছে।

advertisement

শিক্ষাবিদ বিকাশ মাহাতো বলেন, জঙ্গলমহলের প্রান্তিক এলাকার ছেলে-মেয়েরা এই মক ইন্টারভিউর ফলে অনেকটাই উপকার পাচ্ছে।  তাদের ইন্টারভিউ-এর ভয় ভীতি কমছে। জঙ্গলমহলে এইভাবে চাকরির প্রশিক্ষণার্থীদের মক ইন্টারভিউ হয়নি বললেই চলে। এই মক ইন্টারভিউ আগামী দিনে ছাত্র-ছাত্রীদের ইন্টারভিউ-এর পথ মসৃণ করবে। পড়ুয়াদের ব্যাপক সাড়া পেয়েছেন তারা। ১৬০ জন রেজিস্ট্রেশন করেছিল অংশগ্রহণ করেছে প্রায় ২০০ জন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শীতে উষ্ণতা পেতে নবদ্বীপে বিগ্রহের জন্য গরম কাপড় ও বিশেষ আতর! বৈষ্ণবদের "আত্মবৎ' সেবা
আরও দেখুন

প্রাইমারি এবং এসএলএসটি প্রশিক্ষণার্থীদের শুধু পড়াশোনা দিক থেকে তৈরি করা নয় তাদের ইন্টারভিউতেও প্রস্তুত করার জন্য এই অভিনব উদ্যোগ নিয়েছেন এই সংস্থা। এতে জঙ্গলমহলের ছেলেমেয়ের  নিজেদের ভয়-ভীতিকে কাটিয়ে এগিয়ে যেতে পারবে।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Job Counselling: আর চাকরির ভয় নেই জঙ্গলমহলের ছেলে-মেয়েদের, মক ইন্টারভিউয়ের আয়োজন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল