TRENDING:

Domestic Violence Officer Govt Job News: বেতন ৪০ হাজার, দার্জিলিংয়ে গৃহহিংসা মোকাবিলায় প্রোটেকশন অফিসার নিয়োগ জেলা প্রশাসনের! আজই আবেদন করুন

Last Updated:
Domestic Violence Officer Govt Job News: গৃহহিংসার বিরুদ্ধে লড়াই আরও শক্তিশালী করতে দার্জিলিং জেলায় প্রোটেকশন অফিসার (ডোমেস্টিক ভায়োলেন্স) পদে নিয়োগের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। চাকরির যোগ্যতা কী জানুন...
advertisement
1/5
বেতন ৪০ হাজার, দার্জিলিংয়ে গৃহহিংসা মোকাবিলায় প্রোটেকশন অফিসার নিয়োগ করছে জেলা প্রশাসন
দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য : গৃহহিংসার বিরুদ্ধে লড়াই আরও শক্তিশালী করতে দার্জিলিং জেলায় প্রোটেকশন অফিসার (ডোমেস্টিক ভায়োলেন্স) পদে নিয়োগের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। জেলা শাসকের দফতরের সামাজিক কল্যাণ বিভাগের অধীনে এই নিয়োগ গৃহহিংসা প্রতিরোধ আইন, ২০০৫ অনুযায়ী করা হবে। ইতিমধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
advertisement
2/5
বিজ্ঞপ্তি অনুযায়ী, দার্জিলিং জেলার জন্য একটি শূন্যপদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে ৭ জানুয়ারি ২০২৬ থেকে, যা চলবে আগামী ২৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। ১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ৩৬ বছর ধার্য করা হয়েছে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় প্রযোজ্য হবে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
যোগ্যতা হিসেবে প্রার্থীদের সামাজিক কাজ, সমাজতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, ভূগোল, আন্তর্জাতিক সম্পর্ক বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মতো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার জ্ঞান, বিশেষ করে এমএস অফিস ও ই-মেল ব্যবহারে দক্ষতা থাকা বাধ্যতামূলক করা হয়েছে। সামাজিক ক্ষেত্রে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
নিয়োগ প্রক্রিয়ায় মোট ৫০ নম্বরের মূল্যায়ন পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ৩০ নম্বর, কম্পিউটার ব্যবহারিক পরীক্ষায় ১৫ নম্বর এবং ইন্টারভিউতে ৫ নম্বর বরাদ্দ থাকবে। প্রাথমিক বাছাইয়ের পর প্রথম ২০ জন প্রার্থীকে কম্পিউটার টেস্ট ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
নির্বাচিত প্রার্থীকে প্রথমে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। প্রাথমিকভাবে মাসিক সম্মানী ২১ হাজার টাকা নির্ধারিত থাকলেও, কাজের মান অনুযায়ী তা ধাপে ধাপে বাড়িয়ে সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত করা হতে পারে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, গৃহহিংসার শিকার নারীদের আইনি সহায়তা ও সুরক্ষা নিশ্চিত করতেই এই পদে নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগ্য প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Domestic Violence Officer Govt Job News: বেতন ৪০ হাজার, দার্জিলিংয়ে গৃহহিংসা মোকাবিলায় প্রোটেকশন অফিসার নিয়োগ জেলা প্রশাসনের! আজই আবেদন করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল