TRENDING:

WBBSE Madhyamik 2023 Results|| North 24 Parganas News: ২০ জনের পরীক্ষা বাতিল, মাধ্যমিকের ফলাফলে যা জানাল পর্ষদ

Last Updated:

প্রকাশিত হল এবছরের মাধ্যমিকের ফলাফল, কি জানালো পর্ষদ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: মধ্যশিক্ষা পর্ষদের ভবন থেকে এদিন সকালে প্রকাশিত হল মাধ্যমিকের এ বছরের ফলাফল।
২০ জনের পরীক্ষা বাতিল, মাধ্যমিকের ফলাফলে যা জানাল পর্ষদ
২০ জনের পরীক্ষা বাতিল, মাধ্যমিকের ফলাফলে যা জানাল পর্ষদ
advertisement

West Bengal HS Result 2023 LIVE Updates : আর কিছুক্ষণের মধ্যে এখানেই দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল, করতে হবে শুধু একটা ক্লিক

 Check :  পশ্চিমবঙ্গ এইচএস ফলাফল 2023

সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, ৭৫ দিনের মাথায় হল এই ফল ঘোষণা।

advertisement

মাধ্যমিকে বিভিন্ন কারণে ছাত্রছাত্রীদের পরীক্ষা বাতিল হয়ে যায়৷ পরীক্ষার খাতায় রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ঠিকঠাক ভাবে না লিখলে খাতা বাতিল হয়ে যেতে পারে৷ পরীক্ষার হলে কোনও রকম অসৎ উপায় অবলম্বলন করলেও বাতিল হয়৷ পর্ষদের নিষেধাজ্ঞা না মেনে কোনওরকম গ্যাজেট সঙ্গে রাখলেও বাতিল হতে পারে পরীক্ষা৷ বিভিন্ন কারণে এই বছরও প্রায় ২০ জনের পরীক্ষা বাতিল হয়েছে৷

advertisement

এবছর মোট ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ জন পড়ুয়া মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যার মধ্যে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি ছিল বলেও জানা গিয়েছে। পর্ষদের দেওয়া তথ্য অনুসারে, ২ লক্ষ ৯০ হাজার ১৭২ জন ছাত্র এবং ৩ লক্ষ ৫৬ হাজার ২১ জন ছাত্রী জীবনের প্রথম এই বড় পরীক্ষায় বসে ছিলেন।

তার মধ্যে রাজ্যে এবছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয় পূর্ব বর্ধমানের দেবদত্তা মাঝি। ৭০০ নম্বরের মধ্যে ৬৯৭ নম্বর পেয়ে কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাইস্কুল থেকে প্রথম হয়েছে সে। দ্বিতীয় হয় শুভম পাল ও রিফত হাসান সরকার। তাদের প্রাপ্ত নম্বর ৬৯১। তৃতীয় স্থানে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার সৌম্যজিৎ মল্লিক-সহ অর্ক মন্ডল, সারভার ইমতিয়াজ। চতুর্থ স্থানে বনগাঁর সমাদৃতা সেন সহ অনীশ বাড়ুই রয়েছে বলেও জানা যায়।

advertisement

আরও পড়ুন: প্রকাশিত মাধ্যমিকের ফলাফল, গত বছরের তুলনায় কমেছে পাশের হার! জানুন কী দাঁড়াল…

উত্তর ২৪ পরগনা জেলা থেকে মেধাতালিকায় ৯ জন মাধ্যমিক পরীক্ষার্থী স্থান পেয়েছে বলে পর্ষদের তরফ থেকে জানানো হয়। এ বছর পাশের হার ৮৬.১৫%। যা গত বছরের থেকে সামান্য কমেছে। মেধা তালিকায় মোট স্থান পেয়েছে ১১৮ জন পড়ুয়া। এবছর ২৩ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। পরীক্ষা শেষ হয়েছিল ৩ মার্চ। সফল মাধ্যমিক পরীক্ষার্থীদের ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

advertisement

আরও পড়ুন: মাধ্যমিকে জেলার জয়জয়কার, এক নজরে দেখুন মেধাবীদের পূর্ণাঙ্গ তালিকা

এদিনের মাধ্যমিকের ফল ঘোষণায় পর্ষদ সভাপতি জানান, ২০ জনের পরীক্ষা বাতিল হয়েছে। ২ জনের রেজাল্ট আটকে রয়েছে প্রযুক্তিগত কারণে। ফল ঘোষণার পর ওয়েবসাইটে এবং পরবর্তীতে স্কুলে গিয়ে রেজাল্ট সংগ্রহ করতে হবে ছাত্রছাত্রীদের বলেও পর্ষদের তরফ থেকে জানানো হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/শিক্ষা/
WBBSE Madhyamik 2023 Results|| North 24 Parganas News: ২০ জনের পরীক্ষা বাতিল, মাধ্যমিকের ফলাফলে যা জানাল পর্ষদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল