WBBSE Madhyamik Result 2023: মাধ্যমিকে জেলার জয়জয়কার, এক নজরে দেখুন মেধাবীদের পূর্ণাঙ্গ তালিকা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
কলকাতার চেয়ে নজর কাড়ছে অন্যান্য জেলার ফলাফল৷ ১৬ টি জেলা থেকে ১১৮ জন ছাত্রছাত্রী প্রথম দশজনের মেধা তালিকায় আছে৷
প্রকাশিত হয়েছে ২০২৩ মাধ্যমিকের ফলাফল৷
advertisement
আজ ১৯ মে বেলা ১০ টায় সাংবাদিক সম্মেলন করে ফলাফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়৷ বেলা ১২টা থেকে ওয়েবসাইট ও এসএমএস মারফত ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা৷ রেজাল্ট জানতে সবার আগে ক্লিক করুন> https://bengali.news18.com/
advertisement
Check : পশ্চিমবঙ্গ এইচএস ফলাফল 2023
কলকাতার চেয়ে নজর কাড়ছে অন্যান্য জেলার ফলাফল৷ ১৬ টি জেলা থেকে ১১৮ জন ছাত্রছাত্রী প্রথম দশজনের মেধা তালিকায় আছে৷ বিগত বছরের মতো এবছরও পাশের হার সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুরে৷ এবারের মাধ্যমিক পরীক্ষায় মোট পাশের হার ৮৬.১৫ শতাংশ
advertisement
কোন জেলায় মেধা তালিকায় কতজন?
মালদা থেকে মেধাতালিকায় ২১ জন
পূর্ব বর্ধমান থেকে মেধাতালিকায় ১৭ জন
বাঁকুড়া থেকে মেধাতালিকায় ১৪ জন
দক্ষিণ ২৪ পরগনা থেকে মেধাতালিকায় ১৩
পূর্ব মেদিনীপুরের থেকে মেধাতালিকায় ১১ জন
উত্তর ২৪ পরগণা থেকে মেধাতালিকায় ৯ জন
পশ্চিম মেদিনীপুর থেকে থেকে মেধাতালিকায় ৯ জন
পুরুলিয়া থেকে মেধাতালিকায় ৬ জন
advertisement
হাওড়া থেকে মেধাতালিকায় ৪ জন
প্রথম স্থানে পূর্ব বর্ধমানের দেবদত্তা মাজি৷ তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৭৷ দ্বিতীয় স্থানে ২ জন, শুভম পাল এবং রিফাত হাসান সরকার
দেখে নিন প্রথম ১১৮ জনের মেধাতালিকা
advertisement
সবার আগে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কীভাবে দেখবেন?
— প্রথমে গুগলে গিয়ে টাইপ করুন www.news18bangla.com
— মাধ্যমিকের রেজাল্ট জানার নির্দিষ্ট জায়গায় নিজের রোল নম্বর ও জন্মতারিখ উল্লেখ করুন
— এর পর চেক রেজাল্টে ক্লিক করলেই এক মুহূর্তে জানতে পারবেন মাধ্যমিকের রেজাল্ট
advertisement
— রেজাল্ট জানার পর ডাউনলোড করতে হবে মার্কশিট
Location :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2023 12:31 PM IST