Check : পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় একথা জানানোর সঙ্গে সঙ্গেই চমকে ওঠেন অনেকে। এমনকী নাম উচ্চারণের সময়ও রামানুজবাবু নিজেও স্মিত হাসেন এবং রুদ্রনীল ঘোষ দমদম কিশোর ভারতী বিদ্যালয়ের ছাত্র তা আরও একবার মনে করিয়ে দেন সাংবাদিকদের। ৬৮৪ নম্বর পেয়ে নবম স্থান অধিকার করেছে রুদ্রনীল।
advertisement
আরও পড়ুন: মেধাতালিকায় ১৩ বন্ধু, একেই বলে রেজাল্ট! সতীর্থদের নিয়ে মাধ্যমিকে নজরকাড়া ইমতিয়াজ
প্রকাশিত মাধ্যমিকের এ বছরের ফলাফল। সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, ৭৫ দিনের মাথায় হল এই ফল ঘোষণা। এবছর মোট ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ জন পড়ুয়া মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যার মধ্যে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি ছিল বলেও জানা গিয়েছে। পর্ষদের দেওয়া তথ্য অনুসারে, ২ লক্ষ ৯০ হাজার ১৭২ জন ছাত্র এবং ৩ লক্ষ ৫৬ হাজার ২১ জন ছাত্রী জীবনের প্রথম এই বড় পরীক্ষায় বসেছিলেন।
আরও পড়ুন: জন্মের সময়ে পার্থক্য ১ মিনিট, মাধ্যমিকের নম্বরে পার্থক্য ২! যমজ ভাইয়ের চমকপ্রদ কীর্তি
উত্তর ২৪ পরগনা জেলা থেকে মেধাতালিকায় ৯ জন মাধ্যমিক পরীক্ষার্থী স্থান পেয়েছে বলে পর্ষদের তরফ থেকে জানানো হয়। এ বছর পাশের হার ৮৬.১৫%। যা গত বছরের থেকে সামান্য কমেছে। মেধা তালিকায় মোট স্থান পেয়েছে ১১৮ জন পড়ুয়া। এবছর ২৩ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। রুদ্রনীল ঘোষ নামে দমদমের এই ছাত্র মাধ্যমিকের মেধাতালিকায় স্থান পাওয়ায় রীতিমতো সোশ্যাল মিডিয়া জুড়ে ছাত্রকে সাফল্যের জন্য অভিনন্দন জানানোর পাশাপাশি রুদ্রনীল ঘোষকে নিয়েও আলোচনা শুরু হয়।
রুদ্র নারায়ণ রায়





