হোম /খবর /শিক্ষা /
মেধাতালিকায় ১৩ বন্ধু, একেই বলে রেজাল্ট! সতীর্থদের নিয়ে মাধ্যমিকে নজির ইমতিয়াজের

WBBSE Madhyamik Result 2023: মেধাতালিকায় ১৩ বন্ধু, একেই বলে রেজাল্ট! সতীর্থদের নিয়ে মাধ্যমিকে নজরকাড়া ইমতিয়াজ

X
মালদহের [object Object]

WBBSE Madhyamik Result 2023: সতীর্থদের নিয়েই মাধ্যমিকে সাফল্য। সকলেই রাজ্য মেধাতালিকায় স্থান পেয়েছে। ১৩ বন্ধুর নজির।

  • Share this:

মালদহ: সতীর্থদের নিয়েই মাধ্যমিকে সাফল্য। সকলেই রাজ্য মেধাতালিকায় স্থান পেয়েছে। এটাই চেয়েছিল রাজ্যে যুগ্মভাবে তৃতীয় স্থান অধিকার মালদহের মহম্মদ সারওয়ার ইমতিয়াজ। নিজের সাফল্যের পাশাপাশি বন্ধুদের এমন ফলাফলে খুশি মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া ইমতিয়াজ।

West Bengal HS Result 2023 LIVE Updates : আর কিছুক্ষণের মধ্যে এখানেই দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল, করতে হবে শুধু একটা ক্লিক

রাজ্য মেধাতালিকায় তৃতীয় স্থানে ইমতিয়াজের আরও দুই সতীর্থ রয়েছে। এমনকী দ্বিতীয় স্থান থেকে দশম স্থান পর্যন্ত মোট ১৩ জন বন্ধু রয়েছে। এমন সাফল্য নজর কেড়েছে জেলার। মালদহের ইংরেজবাজার শহর সংলগ্ন বাগবাড়ি এলাকায় বাসিন্দা ইমতিয়াজ। বাবা মহম্মদ আহাসুন হক একজন স্কুল শিক্ষক। মা সয়মা খাতুন প্রাথমিক স্কুল শিক্ষিকা। একমাত্র সন্তান মহম্মদ সারওয়ার ইমতিয়াজ।

আরও পড়ুন: জন্মের সময়ে পার্থক্য ১ মিনিট, মাধ্যমিকের নম্বরে পার্থক্য ২! ‌যমজ ভাইয়ের চমকপ্রদ কীর্তি

ছোটবেলা থেকেই মেধাবী ইমতিয়াজ। মাধ্যমিকে ভাল ফলের আশা করেছিল ইমতিয়াজ। পরীক্ষার পর মেধাতালিকায় স্থান হবে আশা করেছিল। তবে রাজ্যে তৃতীয় স্থানে থাকবে এটা আশা করেনি। তার প্রাপ্ত নম্বর ৬৯০। বাবা-মা দুজনে কর্মসূত্রে বাইরে থাকত বেশিরভাগ সময়। তাই তার প্রতিটি বিষয়ে একজন করে গৃহশিক্ষক ছিলেন। তবে ইমতিয়াজ বাড়িতে নিজের মতো করে পড়াশোনা করত। প্রতিদিন গড়ে ছয় থেকে সাত ঘণ্টা পড়াশোনা করত।

আরও পড়ুন: মাধ্যমিকের ফলাফল প্রকাশিত, রেজাল্ট দেখুন News18 Bangla-র ওয়েবসাইটে

নিজের পড়াশোনার পাশাপাশি বন্ধুদের ভাল চাইত সব সময়। ইমতিয়াজের মা সয়মা খাতুন বলেন, ‘আমরা এখনও ওর মতো হতে পারিনি। সব সময় নিজের ভালর পাশাপাশি বন্ধুদের ভাল চায়। রেজাল্টের প্রার্থনা করার সময় শুধু নিজের নয় বন্ধুদের জন্য প্রার্থনা করত। তাই তো সকলেই যেন মেধাতালিকায় থেকে রেকর্ড করে। ফলাফলে সেটাই হয়েছে। আমার ছেলে পরিশ্রম করেছে। সেই মতো রেজাল্ট হয়েছে। আমার খুব ভাল লাগছে।’

হরষিত সিংহ

Published by:Raima Chakraborty
First published:

Tags: Madhyamik, Madhyamik Exam 2023, Madhyamik Exam Result 2023