WBBSE Madhyamik Result 2023: জন্মের সময়ে পার্থক্য ১ মিনিট, মাধ্যমিকের নম্বরে পার্থক্য ২! ‌যমজ ভাইয়ের চমকপ্রদ কীর্তি

Last Updated:

WBBSE Madhyamik Result 2023: এবছর মাধ্যমিক পরীক্ষাতে প্রথম দশের মেধাতালিকায় নাম না থাকলেও মুর্শিদাবাদ জেলায় প্রথম হল অরুনাভ দাস, তাঁর প্রাপ্ত নম্বর ৬৮২, তাঁর ভাই অভিষেক দাসের প্রাপ্ত নম্বর ৬৮০। 

+
অরুণাভ

অরুণাভ ও অভিষেক

মুর্শিদাবাদ: জন্মের সময়ে পার্থক্য মাত্র ১ মিনিটের। আর মাধ্যমিকের রেজাল্টের পার্থক্য মাত্র ২ নম্বরের। এবছর মাধ্যমিক পরীক্ষাতে প্রথম দশে মেধাতালিকায় নাম না থাকলেও মুর্শিদাবাদ জেলাতে মাধ্যমিক পরীক্ষাতে প্রথম হল অরুনাভ দাস, তার প্রাপ্ত নম্বর ৬৮২। যমজ ভাই অভিষেক দাসের প্রাপ্ত নম্বর ৬৮০।
advertisement
কান্দি ছাতিনাকান্দি বনিকপাড়া নিবাসী দুই ছাত্র। ৬-১২-২০০৬ সালে কান্দিতে জন্মগ্রহণ করে তারা। কিন্তু জন্মের সময়ে এক মিনিটের পার্থক্য ছিল তাদের। যদিও ছোট থেকেই পড়াশোনায় ভাল ছিল, কেউ হত প্রথম কেউ হত দ্বিতীয়। কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের দুই কৃতী ছাত্র এবছর মাধ্যমিকে সাফল্য পাওয়ায খুশি এলাকার বাসিন্দারা। ছোট থেকেই কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের পাঠরত, স্কুলে প্রতিযোগিতার মধ্যে দিয়েই প্রথম দ্বিতীয় হত দুই ভাই।
advertisement
আরও পড়ুন: মাধ্যমিকে কমল পাশের হার, এ বছর পাশ ৮৬.১৫ শতাংশ পড়ুয়া
বাবা পেশায় পশু চিকিৎসক অমিতাভ দাস ও মা সারদা দাস গৃহিনী। তবে মা সারদা দাস তিনি নিজেই দুই সন্তানকে লালন পালন করেছেন। দুই ভাই পড়াশোনা ছাড়াও চিত্রাঙ্কন করতে ভালবাসে, পাশাপাশি সিনেমা দেখতে ভালবাসে। তবে ভাই অভিষেক দাস পড়াশোনা করতে ভালোবাসে। দুই ভাই-ই আগামী দিনে চিকিৎসক হতে চায়। একসঙ্গে এক ঘরে পড়াশোনা করে তারা। তাদের সাফল্যে খুশি পরিবারের সদস্যরা।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/শিক্ষা/
WBBSE Madhyamik Result 2023: জন্মের সময়ে পার্থক্য ১ মিনিট, মাধ্যমিকের নম্বরে পার্থক্য ২! ‌যমজ ভাইয়ের চমকপ্রদ কীর্তি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement