হোম /খবর /শিক্ষা /
জন্মের সময়ে পার্থক্য ১, মাধ্যমিক নম্বরে পার্থক্য ২! ‌যমজ ভাইয়ের চমকপ্রদ কীর্তি

WBBSE Madhyamik Result 2023: জন্মের সময়ে পার্থক্য ১ মিনিট, মাধ্যমিকের নম্বরে পার্থক্য ২! ‌যমজ ভাইয়ের চমকপ্রদ কীর্তি

X
অরুণাভ [object Object]

WBBSE Madhyamik Result 2023: এবছর মাধ্যমিক পরীক্ষাতে প্রথম দশের মেধাতালিকায় নাম না থাকলেও মুর্শিদাবাদ জেলায় প্রথম হল অরুনাভ দাস, তাঁর প্রাপ্ত নম্বর ৬৮২, তাঁর ভাই অভিষেক দাসের প্রাপ্ত নম্বর ৬৮০। 

  • Share this:

মুর্শিদাবাদ: জন্মের সময়ে পার্থক্য মাত্র ১ মিনিটের। আর মাধ্যমিকের রেজাল্টের পার্থক্য মাত্র ২ নম্বরের। এবছর মাধ্যমিক পরীক্ষাতে প্রথম দশে মেধাতালিকায় নাম না থাকলেও মুর্শিদাবাদ জেলাতে মাধ্যমিক পরীক্ষাতে প্রথম হল অরুনাভ দাস, তার প্রাপ্ত নম্বর ৬৮২। যমজ ভাই অভিষেক দাসের প্রাপ্ত নম্বর ৬৮০।

West Bengal HS Result 2023 LIVE Updates : আর কিছুক্ষণের মধ্যে এখানেই দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল, করতে হবে শুধু একটা ক্লিক

কান্দি ছাতিনাকান্দি বনিকপাড়া নিবাসী দুই ছাত্র। ৬-১২-২০০৬ সালে কান্দিতে জন্মগ্রহণ করে তারা। কিন্তু জন্মের সময়ে এক মিনিটের পার্থক্য ছিল তাদের। যদিও ছোট থেকেই পড়াশোনায় ভাল ছিল, কেউ হত প্রথম কেউ হত দ্বিতীয়। কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের দুই কৃতী ছাত্র এবছর মাধ্যমিকে সাফল্য পাওয়ায খুশি এলাকার বাসিন্দারা। ছোট থেকেই কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের পাঠরত, স্কুলে প্রতিযোগিতার মধ্যে দিয়েই প্রথম দ্বিতীয় হত দুই ভাই।

আরও পড়ুন: মাধ্যমিকের ফলাফল প্রকাশিত, রেজাল্ট দেখুন News18 Bangla-র ওয়েবসাইটে

আরও পড়ুন: মাধ্যমিকে কমল পাশের হার, এ বছর পাশ ৮৬.১৫ শতাংশ পড়ুয়া

বাবা পেশায় পশু চিকিৎসক অমিতাভ দাস ও মা সারদা দাস গৃহিনী। তবে মা সারদা দাস তিনি নিজেই দুই সন্তানকে লালন পালন করেছেন। দুই ভাই পড়াশোনা ছাড়াও চিত্রাঙ্কন করতে ভালবাসে, পাশাপাশি সিনেমা দেখতে ভালবাসে। তবে ভাই অভিষেক দাস পড়াশোনা করতে ভালোবাসে। দুই ভাই-ই আগামী দিনে চিকিৎসক হতে চায়। একসঙ্গে এক ঘরে পড়াশোনা করে তারা। তাদের সাফল্যে খুশি পরিবারের সদস্যরা।

কৌশিক অধিকারী

Published by:Raima Chakraborty
First published:

Tags: Madhyamik, Madhyamik Exam 2023, Murshidabad news