TRENDING:

Ramakrishna Mission: রামকৃষ্ণ মিশন শিল্প মন্দিরে ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্সের বিরাট সুযোগ! জানুন

Last Updated:

সিভিল, মেকানিক্যাল, ইলেস্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা কোর্সে ভর্তি নেবে রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২০ এপ্রিল। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ এপ্রিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Ramakrishna Missionকলকাতা: সিভিল, মেকানিক্যাল, ইলেস্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা কোর্সে ভর্তি নেবে রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির। কোর্সটি এ আই সি টি ই (অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন) কর্তৃক অনুমোদিত। শুধু ছেলেরাই আবেদন করবেন।
রামকৃষ্ণ মিশন শিল্প মন্দিরে ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্সের বিরাট সুযোগ
রামকৃষ্ণ মিশন শিল্প মন্দিরে ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্সের বিরাট সুযোগ
advertisement

শাখা অনুসারে আসন সংখ্যা: সিভিল ৬০টি, মেকানিক্যাল ৬০টি, ইলেস্ট্রিক্যাল ৪০টি, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ৬০টি।

প্রার্থী বাছাই করা হবে একটি প্রবেশিকা পরীক্ষার এবং সেক্সওপো পরীক্ষায় প্রাপ্ত রেংক এর ভিত্তিতে

আরও পড়ুন-  বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনে অল্প খরচে বিভিন্ন কোর্স করার মহাসুযোগ

যোগ্যতা:

শিক্ষাগত যোগ্যতা: মোট অন্তত ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ করতে হবে। সঙ্গে অঙ্ক ও ফিজিক্যাল সাইন্সে মোট অন্তত ৫০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। পাশাপাশি জেক্সপো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে।

advertisement

অন্যান্য যোগ্যতা: প্রার্থীর স্বাভাবিক রং চেনার ক্ষমতা থাকতে হবে, রং চেনার ক্ষমতা যাচাইয়ের জন্য দেখুন এই ওয়েবসাইটে https://belursat.org/colourtest.pdf

আরও পড়ুন- ঠিক কোন কোন ক্ষেত্রে টি আর এন এ স্পেসিফিক? উচ্চ মাধ্য়মিকে কীভাবে গুছিয়ে লিখবেন, জেনে নিন

বয়স: ১/৭/২০২৩ তারিখের মধ্যে ২১ বছরের হতে হবে।

advertisement

আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.shilpamandir.org।

আবেদনের শেষ তারিখ: রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২০ এপ্রিল। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ এপ্রিল।

কোর্স ফি: ফি বাবত দিতে হবে ৫০ টাকা।

সেরা ভিডিও

আরও দেখুন
সাবেকিয়ানাকে ছাপিয়ে আধুনিক চমক! কালনার সরস্বতী পুজোয় AI ভাবনায় দেবী
আরও দেখুন

বিশদ তথ্যের জন্য দেখুন এই ওয়েবসাইট: www.shilpamandir.org, https://belursat.org/colourtest.pdf প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এই নম্বরে: (০৩৩) ২৬৫৪ ৯৩৮১।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Ramakrishna Mission: রামকৃষ্ণ মিশন শিল্প মন্দিরে ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্সের বিরাট সুযোগ! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল