মাধ্যমিক পরীক্ষায় ইংরাজি বিষয়ে সাজেশন হিসেবে বেশ কয়েকটি টপিকের উপর নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন মালদহ জিলা স্কুলের ইংরাজি বিষয়ের সহকারী শিক্ষক অভিষেক পাল। তিনি জানান, “শেষ মুহূর্তের প্রস্তুতির ক্ষেত্রে মাধ্যমিক প্রার্থীদের বেশ কয়েকটি বিষয়ে নজর রাখার প্রয়োজন। প্রশ্নপত্রে সিন এবং রাইটিংয়ের ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। মূলত আগের বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের তুলনায় সমস্তটাই আলাদা হবে এ বছরের প্রশ্ন। আগের বছরে যেগুলো এসেছে সেই সমস্ত টপিক না আসার সম্ভাবনা বেশি।”
advertisement
তিনি আরও বলেন, “সিনের ক্ষেত্রে টেক্সট বুক থেকে আওয়ার রান অ্যাওয়ে কাইট, দ্যা পাসিং অ্যাওয়ে বাপু, ফাদার্স হেল্প। এবং পোয়েম-এর ক্ষেত্রে দ্যা স্ন্যাল, মাই অন ট্রু ফ্যামিলি, ফ্যাবেল এবং আনসিনের ক্ষেত্রে ভালভাবে ওই লেখাটা পড়ে নিতে হবে। মূলত আনসিনে কোন নিউজ আর্টিক্যাল বা প্রবন্ধ থাকতে পারে। এক্ষেত্রে প্রশ্নগুলো পড়ে নিয়ে প্রশ্ন লেখার সঙ্গে মিল করে লিখতে হবে এবং রাইটিংয়ের ক্ষেত্রে নোটিশ, স্টোরি, প্রাইভেট লেটার, বায়োগ্রাফি বা প্রসেসিং, প্যারাগ্রাফ ইত্যাদি বিষয়ে নজর রেখে ভালভাবে প্র্যাকটিস করতে হবে।”
তিনি আরও জানান, “পরীক্ষার দিনের আগে ছাত্র-ছাত্রীদের নিয়মিত পড়াশোনা এবং সময় মত খাওয়া দাওয়া করতে হবে। যেন শারীরিক সুস্থতা বজায় থাকে। মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকলে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মন বসবে এবং ভাল প্রস্তুতির পরেই পরীক্ষায় ভাল ফলাফল করতে পারবেন ছাত্র-ছাত্রীরা।”





