School Admission: সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনা! কীভাবে সন্তানকে ভর্তি করবেন? আবাসিক নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ের অ্যাডমিশন পদ্ধতি জানুন
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
School Admission: নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ের পঠন-পাঠন পদ্ধতি, ষষ্ঠ শ্রেণী থেকে পঠন-পাঠন চলে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে, নবম শ্রেণীতে স্টুডেন্ট এক্সচেঞ্জ।
advertisement
1/6

জহর নবোদয় বিদ্যালয় লেখাপড়ার পদ্ধতি! জহর নবোদয় বিদ্যালয় একটি কেন্দ্রীয় আবাসিক বিদ্যালয়। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, বাংলা হিন্দি ও ইংরেজি ৩ টি ভাষায় পঠন - পাঠন চলে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে আবাসন অর্থাৎ বিদ্যালয়ে থেকে লেখাপড়া করার সুযোগ। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/6
এই বিদ্যালয়ে সকাল ৬ টা থেকে পিটি শুরু হয়, এরপর স্নান সেরে ব্রেকফাস্ট সকাল ৭:৪০ থেকে প্রেয়ার অনুষ্ঠিত হয়। শিক্ষক ও ছাত্র-ছাত্রী উভয়ে শিক্ষাদান ও শিক্ষালাভ করেন।
advertisement
3/6
সারা দেশে প্রায় প্রতিটি জেলায় জহর নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে। প্রতিবছর জেলার স্থানীয় বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হবার পর ষষ্ঠ শ্রেণি থেকে এখানে পড়ার সুযোগ পায় ছাত্রছাত্রী। সর্বভারতীয়ভাবে একই দিনে প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয়।
advertisement
4/6
জহর নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের পড়ার সুযোগ আরো বেশি মেধা বৃদ্ধি করে এবং ছাত্র-ছাত্রীদের প্রতিষ্ঠিত হতে নির্ভরযোগ্য । ছাত্র-ছাত্রীর চরিত্র গঠনে আদর্শ একটি স্কুল। যে কারণে, এই বিদ্যালয়ে ছেলেমেয়েদের সুযোগ পেতে উৎসাহী থাকেন পরিবার।
advertisement
5/6
কেন্দ্রীয় বোর্ড দ্বারা পরিচালিত বিদ্যালয়। ষষ্ঠ শ্রেণী থেকে এখানে লেখাপড়া শুরু করে। নবম শ্রেণীতে স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রক্রিয়া চলে। নবম শ্রেণীতে ১০ থেকে ১২ জন ছাত্র-ছাত্রী লটারির মাধ্যমে নির্বাচিত হয়। প্রতিবছর এক রাজ্যের স্কুল থেকে অন্য রাজ্যের স্কুলে পড়তে পাঠানো হয় ছাত্র - ছাত্রীদের।
advertisement
6/6
এ প্রসঙ্গে গঙ্গাধরপুর জহর নবোদয় বিদ্যালয় এর প্রিন্সিপাল অদ্রেশ কুমার শর্মা জানান, এটি একটি আবাসিক বিদ্যালয় সারাদিন ছাত্র-ছাত্রীদের বিভিন্ন অনুশীলনের সঙ্গে শিক্ষাদানের পর্ব চলে। সকাল ছ'টা থেকে শুরু হয়ে যায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষা লাভ ছাত্র-ছাত্রীদের। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)