Job Alert: মাধ্যমিক পাশেই বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং, মিলবে ভাল বেতনের চাকরি
- Reported by:Madan Maity
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Job Alert: বিশেষভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের কথা মাথায় রেখেই তারা জেলাতে একাধিক সেন্টার খুলেছে। পূর্ব মেদিনীপুরের পটাশপুর, এগরা, হেঁড়িয়া, নিমতৌড়ি ও হলদিয়া-তে ট্রেনিং সেন্টার স্থাপন করেছে।
advertisement
advertisement
*জেলার বিশেষভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের কথা মাথায় রেখেই তারা জেলাতে একাধিক সেন্টার খুলেছে। পূর্ব মেদিনীপুরের পটাশপুর, এগরা, হেঁড়িয়া, নিমতৌড়ি ও হলদিয়া-তে ট্রেনিং সেন্টার স্থাপন করেছে। এসব সেন্টারগুলোতে বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং শেষে টেক মাহিন্দ্রা, আইটিসি-সহ ভারতের বড় বড় কোম্পানিগুলোতে চাকরির ব্যবস্থা করবে এই ফাউন্ডেশন।
advertisement
*ট্রেনিং হবে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে। দু'মাসের প্রশিক্ষণে শেখানো হবে বেসিক কম্পিউটার (ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট, ইমেল), ওয়ার্কপ্লেস ইংলিশ, এবং সাক্ষাৎকারের জন্য প্রস্তুত করা। শুধু তাই নয় সেলফ লার্নিং এর জন্য এলএমএস প্ল্যাটফর্মের এক্সেসও দেবে এই সংস্থা। বিশেষভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের অনলাইন ক্লাসের জন্য কোর্স চলাকালীন দু-মাসের মোবাইল ডেটা রিচার্জেরও খরচ বহন করবে এই ফাউন্ডেশন।
advertisement
*অনুদীপ ফাউন্ডেশনের সেভ প্রোগ্রাম ম্যানেজার অপু গায়েন বলেন, “আমরা বাংলা সহ সারা ভারতে বিশেষভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে তাদের চাকরির ব্যবস্থা করি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমাদের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। প্রার্থীরা যেকোনো জেলা থেকেই আবেদন করতে পারেন। পূর্ব মেদিনীপুরের চাকরিপ্রার্থীদের কথা ভেবেই এই জেলায় একাধিক প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে। অন্যান্য কেন্দ্রের মতো এখানেও সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যবস্থা করা হবে।”
advertisement







