Famous Food Recipe: রাঙা আলুকে বানিয়ে ফেলুন আরও সুস্বাদু, মিষ্টি! কোন কৌশলে স্বাদ বেড়ে দ্বিগুণ, জানাচ্ছেন বিশিষ্ট রাঁধুনি
- Reported by:Tanmoy Mondal
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Famous Food Recipe: ভিটামিন এ ও ফাইবারে ভরপুর বলে মিষ্টি আলু যেমন স্বাস্থ্যের জন্য উপকারী, তেমনই শিশুদের খাদ্যতালিকায়ও রাখা উচিত বলে বলছেন বিশেষজ্ঞরা। তবে একটা সমস্যাই বেশি।
advertisement
advertisement
*ভাপে রান্না করুন: সেদ্ধ করার সময় মিষ্টি আলুর মিষ্টত্ব জলে মিশে যায়। তাই জল দিয়ে ফোটানো ঠিক নয়। বরং মিষ্টি আলু ভাল করে ধুয়ে প্রেশার কুকারে রাখুন। একটি মোটা ভেজা তোয়ালে দিয়ে আলুগুলো ঢেকে দিন। জলে না দিয়ে কম আঁচে রান্না করুন। কুকারে সিটি দেবে না, কিন্তু ভাপে আলু ১৫-২০ মিনিটেই তৈরি হয়ে যাবে এবং স্বাদ হবে অনেক বেশি মিষ্টি।
advertisement
*সামান্য সেদ্ধ: তারপর প্যানে ভাজা। যদি আপনি জলে সেদ্ধ করতেই চান, তাহলে রান্নার সময় কমিয়ে দিন। যেমন, যেখানে সাধারণত ৩টি সিটি লাগে, সেখানে ২টি সিটি দিন। এরপর কুকার খুলে আলু বের করে একটি মোটা তলার প্যানে দিয়ে হালকা আঁচে ভাজুন। ভাজার ফলে অতিরিক্ত জল শুকিয়ে যাবে এবং মিষ্টি আলুর মধ্যে আসবে একটি দারুণ সুগন্ধ। স্বাদও বাড়বে।
advertisement
advertisement
advertisement






