Madhyamik 2026 English Suggestions: মাধ্যমিকে ইংরাজি নিয়ে আর ভয় নয়! কীভাবে ইংরাজিতে ৯০ শতাংশের বেশি নম্বর পাবেন? সাজেশন দিলেন শিক্ষক
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Madhyamik 2026 English Suggestions: সামনে মাধ্যমিক পরীক্ষা। ভাল নম্বর তোলার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের ভয় থাকে ইংরাজিতে। সম্পূর্ণ বই না পড়ে কীভাবে পাস মার্ক পাবেন, জানাচ্ছেন ইংরাজির শিক্ষক।
মালদহ, জিএম মোমিন: সামনে মাধ্যমিক পরীক্ষা। হাতে আর মাত্র কয়েকটা দিন। সাধারণত পাস মার্ক কিংবা ভাল নম্বর তোলার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের ভয় দেখা দেয় ইংরাজি বিষয় নিয়ে। এই কয়েকটা দিনে কীভাবে প্রস্তুতি নেবেন মাধ্যমিক পরীক্ষার জন্য। সম্পূর্ণ বই না পড়েই কীভাবে পাস মার্ক এবং ভাল নম্বর তোলা যায়, সমস্তটা তুলে ধরে বিশেষ পরামর্শ দিলেন ইংরাজি বিষয়ের বিশেষজ্ঞ শিক্ষক।
মাধ্যমিক পরীক্ষায় ইংরাজি বিষয়ে সাজেশন হিসেবে বেশ কয়েকটি টপিকের উপর নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন মালদহ জিলা স্কুলের ইংরাজি বিষয়ের সহকারী শিক্ষক অভিষেক পাল। তিনি জানান, “শেষ মুহূর্তের প্রস্তুতির ক্ষেত্রে মাধ্যমিক প্রার্থীদের বেশ কয়েকটি বিষয়ে নজর রাখার প্রয়োজন। প্রশ্নপত্রে সিন এবং রাইটিংয়ের ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। মূলত আগের বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের তুলনায় সমস্তটাই আলাদা হবে এ বছরের প্রশ্ন। আগের বছরে যেগুলো এসেছে সেই সমস্ত টপিক না আসার সম্ভাবনা বেশি।”
advertisement
আরও পড়ুনঃ রাঙা আলুকে বানিয়ে ফেলুন আরও সুস্বাদু, মিষ্টি! কোন কৌশলে স্বাদ বেড়ে দ্বিগুণ, জানাচ্ছেন বিশিষ্ট রাঁধুনি
তিনি আরও বলেন, “সিনের ক্ষেত্রে টেক্সট বুক থেকে আওয়ার রান অ্যাওয়ে কাইট, দ্যা পাসিং অ্যাওয়ে বাপু, ফাদার্স হেল্প। এবং পোয়েম-এর ক্ষেত্রে দ্যা স্ন্যাল, মাই অন ট্রু ফ্যামিলি, ফ্যাবেল এবং আনসিনের ক্ষেত্রে ভালভাবে ওই লেখাটা পড়ে নিতে হবে। মূলত আনসিনে কোন নিউজ আর্টিক্যাল বা প্রবন্ধ থাকতে পারে। এক্ষেত্রে প্রশ্নগুলো পড়ে নিয়ে প্রশ্ন লেখার সঙ্গে মিল করে লিখতে হবে এবং রাইটিংয়ের ক্ষেত্রে নোটিশ, স্টোরি, প্রাইভেট লেটার, বায়োগ্রাফি বা প্রসেসিং, প্যারাগ্রাফ ইত্যাদি বিষয়ে নজর রেখে ভালভাবে প্র্যাকটিস করতে হবে।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনা! কীভাবে সন্তানকে ভর্তি করবেন? আবাসিক নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ের অ্যাডমিশন পদ্ধতি জানুন
তিনি আরও জানান, “পরীক্ষার দিনের আগে ছাত্র-ছাত্রীদের নিয়মিত পড়াশোনা এবং সময় মত খাওয়া দাওয়া করতে হবে। যেন শারীরিক সুস্থতা বজায় থাকে। মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকলে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মন বসবে এবং ভাল প্রস্তুতির পরেই পরীক্ষায় ভাল ফলাফল করতে পারবেন ছাত্র-ছাত্রীরা।”
Location :
Maldah,West Bengal
First Published :
Jan 17, 2026 7:31 PM IST









