Mandarmani News: প্রকৃতি ধ্বংস করে মন্দারমনিতে অবৈধ হোটেল, রিসর্ট! বারংবার অভিযোগের পর পুলিশের অ্যাকশন, নির্মাণ কর্মী, ঠিকাদার-সহ ৩২ জন গ্রেফতার
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Mandarmani News: বিস্তর অভিযোগ সাধারণ মানুষ এবং পরিবেশপ্রেমীদের মধ্যে। মন্দারমনি থানায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসরের নামল পুলিশ। বড়সড় সাফল্য পেল মন্দারমনি থানা।
মন্দারমনি, পূর্ব মেদিনীপুর, সৈকত শী: পূর্ব মেদিনীপুর জেলা সমুদ্র কেন্দ্রিক পর্যটনের জন্য বিখ্যাত। জনপ্রিয় থেকে লোকাচরের আড়ালে বহু সমুদ্র সৈকত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বর্তমান দিনে দিঘার পাশাপাশি মন্দারমনি অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। ফলে যত্রতত্র গজিয়ে উঠছে হোটেল রিসর্ট। বেশ কিছু ক্ষেত্রে মানে হচ্ছে না “সি আর জেড আইন’ বা কোস্টাল রেগুলেশান জোনের নিয়ম। এর ফলে ধ্বংস হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এনিয়ে বিস্তর অভিযোগ সাধারণ মানুষ এবং পরিবেশপ্রেমীদের মধ্যে।
মন্দারমনি এলাকায় বারবার অবৈধভাবে হোটেল, রিসর্ট বা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠে আসে। তৎপর হয় জেলা পুলিশ। নতুনভাবে এই অবৈধ হোটেল ও রিসর্টগুলির নির্মাণ কাজ চলছিল। যা নিয়ে মন্দারমনি থানায় অভিযোগ জমা পড়ে। অভিযান চালায় মন্দারমনি থানা পুলিশ। নির্মাণ কর্মী, ঠিকাদার-সহ মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে দাঁতালের তাণ্ডব! লণ্ডভণ্ড করল বাড়ির শস্য, বন দফতরের তৎপরতায় ক্ষতিগ্রস্ত পরিবার পেল সহায়তা
এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে সাংবাদিক সম্মেলন করে জানান, সিআরজেড এলাকায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মন্দারমনি কোস্টাল থানা অভিযান চালায়। মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। বেআইনিভাবে হোটেল ও রিসর্ট নির্মাণ কাজ চলছিল সিআরজেড নিয়ম না মেনে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পর্যটকদের নিরাপত্তায় জয়দেব মেলায় সিসিটিভি, ওয়াচ টাওয়ার, ড্রোনের নজরদারি! একদিনে মেলা প্রাঙ্গণ থেকে আটক ১০০
তিনি আরও বলেন, মন্দারমনি অন্যতম পর্যটন কেন্দ্র। সেই পর্যটন কেন্দ্রের সুস্থ পরিবেশ বজায় রাখতে তৎপর পুলিশ। আগামী দিনেও মন্দারমনি-সহ বিভিন্ন এলাকায় সিআরজেড নিয়ম ভেঙে যারাই অবৈধ নির্মাণ গড়বে তাদের বিরুদ্ধে অভিযান চলবে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত, এর আগেও মন্দারমনিতে হোটেল রিসর্ট গড়ে ওঠার পিছনে অভিযোগ কোস্টাল রেগুলেশন অ্যাক্ট মানা হয়নি। মন্দারমণিতে শেষ কয়েক বছরে গড়ে ওঠা বেশ কিছু হোটেল, রিসর্ট, দোকান বেআইনিভাবে গড়ে উঠেছে বলেই প্রশ্ন তুলেছে জাতীয় পরিবেশ আদালত। ২০২৪ সালে নভেম্বর মাসে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে এবার মন্দারমণিতে ১৪০টি হোটেল ভাঙার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
advertisement
মন্দারমনি থানা এলাকার চারটি মৌজায় ওই হোটেলগুলি ভেঙে ফেলার বিষয়ে স্টে অর্ডার এসেছিল। অভিযোগ, এবার আরও বেশ কিছু হোটেল এবং রিসর্ট অবৈধভাবে নির্মাণ হচ্ছিল। তাদের বিরুদ্ধেই অভিযান চালাল পুলিশ।
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Jan 17, 2026 7:29 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mandarmani News: প্রকৃতি ধ্বংস করে মন্দারমনিতে অবৈধ হোটেল, রিসর্ট! বারংবার অভিযোগের পর পুলিশের অ্যাকশন, নির্মাণ কর্মী, ঠিকাদার-সহ ৩২ জন গ্রেফতার










