Joydeb Mela 2026: পর্যটকদের নিরাপত্তায় জয়দেব মেলায় সিসিটিভি, ওয়াচ টাওয়ার, ড্রোনের নজরদারি! একদিনে মেলা প্রাঙ্গণ থেকে আটক ১০০

Last Updated:

Joydeb Mela 2026: ৩০০০ পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে জয়দেব মেলায়। মেলা প্রাঙ্গণে কড়া নজরদারির ও সক্রিয় পুলিশি উপস্থিতির জেরে মকর সংক্রান্তির দিন আটক করা হয়েছে প্রায় ১০০ জন সন্দেহভাজনকে।

+
জয়দেব

জয়দেব মেলা ২০২৬

ইলামবাজার, বীরভূম, সুদীপ্ত গড়াই: প্রতিবছর জয়দেব মেলা কিংবা পৌষ মেলায় ভিড়ের সুযোগ নিয়ে কেপমারি, ছিনতাই ও মোবাইল চুরির মতো ঘটনা। যা উদ্বেগ বাড়ায় সাধারণ মানুষের মধ্যে। তবে এ বছর সেই চেনা ছবিটা বদলাতে তৎপর পুলিশ প্রশাসন। মেলা প্রাঙ্গণে নজরদারির কড়া ব্যবস্থা ও সক্রিয় পুলিশি উপস্থিতির জেরে মকর সংক্রান্তির দিনেই আটক করা হয়েছে প্রায় ১০০ জন সন্দেহভাজনকে।
বীরভূম জেলা ও ভিনজেলা মিলিয়ে প্রায় ৩০০০ পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে জয়দেব মেলায়। নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হয়েছে ২০০টি সিসিটিভি ক্যামেরা, ১৪টি ওয়াচ টাওয়ার, উঁচু জায়গা থেকে দূরবীনে নজরদারি এবং একাধিক ড্রোন। পাশাপাশি ভিড়ের মধ্যে সাদা পোশাকে পুলিশকর্মী ও অ্যান্টি ক্রাইম টিম সক্রিয় থাকায় দুষ্কৃতীদের চিহ্নিত করা সহজ হয়েছে।
আরও পড়ুনঃ ফেলে দেওয়া বর্জ্য দিয়েই সরস্বতী পুজোর তোড়জোড়! তৈরি হচ্ছে পরিবেশবান্ধব মণ্ডপ, সৃজনশীলতার এমন ছোঁয়া আগে কখনও দেখেননি
বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগারওয়াল জানান, “অপ্রীতিকর ঘটনা এড়াতে মকর সংক্রান্তির দিনে, অর্থাৎ ১৪ জানুয়ারি, জয়দেব মেলা চত্বর থেকে প্রতিরোধমূলকভাবে প্রায় ১০০ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ মাশরুম চাষে দেদার লাভ! আইআইটি খড়গপুরের সহায়তায় এবার মাশরুম থেকে তৈরি হবে চা, আটা, আচার! মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগী রাজ্য সরকার
নিরাপত্তার এই কড়াকড়িতে খুশি পর্যটকরাও। সন্দেশখালি থেকে আসা পর্যটক বাপি মাহাতো বলেন, “আমি ২০১১ সাল থেকে জয়দেব মেলায় আসছি। এ বছর দু’টি বাসে করে প্রায় ১১০ জন এসেছি। আগের তুলনায় এ বার ব্যবস্থাপনা অনেক ভাল, পর্যাপ্ত আলো ও শৌচালয় রয়েছে, আর পুলিশি উপস্থিতিও চোখে পড়ার মতো। আগে যে নিরাপত্তাহীনতা বোধ করতাম, সেটা এখন অনেকটাই কম।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশি তৎপরতা ও প্রযুক্তিনির্ভর নজরদারির সুফলে এবছর জয়দেব মেলায় নিরাপত্তার মান যে এক ধাপ এগোল, তা মেনে নিচ্ছেন সাধারণ মানুষ থেকে পর্যটক সকলেই।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Joydeb Mela 2026: পর্যটকদের নিরাপত্তায় জয়দেব মেলায় সিসিটিভি, ওয়াচ টাওয়ার, ড্রোনের নজরদারি! একদিনে মেলা প্রাঙ্গণ থেকে আটক ১০০
Next Article
advertisement
Narendra Modi: রাজ্যে ক্ষমতায় এলেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ, হুঙ্কার মোদির! আশ্বাস মতুয়াদের
রাজ্যে ক্ষমতায় এলেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ, হুঙ্কার মোদির!আশ্বাস মতুয়াদের
  • বাংলায় ক্ষমতায় এলেই অনুুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ৷

  • মালদহের সভা থেকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

  • অনুপ্রবেশকারী- তৃণমূল আঁতাঁতের অভিযোগ প্রধানমন্ত্রীর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement