Saraswati Puja 2026: ফেলে দেওয়া বর্জ্য দিয়েই সরস্বতী পুজোর তোড়জোড়! তৈরি হচ্ছে পরিবেশবান্ধব মণ্ডপ, সৃজনশীলতার এমন ছোঁয়া আগে কখনও দেখেননি

Last Updated:

Saraswati Puja 2026: বাড়ির ফেলে দেওয়া বর্জ্য দিয়েই তৈরি হচ্ছে সরস্বতী পুজোর মণ্ডপ। অপ্রয়োজনীয় জিনিস থেকেই জন্ম নিচ্ছে নতুন শিল্পকর্ম। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের পঁচেট ডি’লাইট ক্লাবে পরিবেশবান্ধব সরস্বতী পুজো মণ্ডপ।

+
পটাশপুরে

পটাশপুরে বর্জ্য দিয়ে তৈরি সরস্বতী পুজোর মণ্ডপ

পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: বাড়ির ফেলে দেওয়া বর্জ্য দিয়েই তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন সরস্বতী পুজোর মণ্ডপ। অপ্রয়োজনীয় জিনিস থেকেই জন্ম নিচ্ছে নতুন শিল্পকর্ম। ফেলে দেওয়া সবজির ঝুড়ি, প্লাস্টিক বোতল, পুরনো বাসন, ভাঙা সামগ্রী-সব মিলিয়েই ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপের কারুকার্য। পরিবেশবান্ধব ভাবনায় তৈরি এই মণ্ডপ ইতিমধ্যেই নজর কেড়েছে এলাকাবাসীর। প্রতিবছরের মতো এ বছরও নতুন চিন্তাধারা নিয়ে হাজির হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের পঁচেট ডি’লাইট ক্লাব। সৃজনশীলতার ছোঁয়ায় তারা প্রমাণ করছে, বর্জ্যও হতে পারে সৌন্দর্যের উপকরণ।
দীর্ঘ দু’দশক ধরে সরস্বতী পুজোয় থিমের মণ্ডপ তৈরি করে আসছে পঁচেট ডি’লাইট ক্লাব। প্রতি বছরই তাদের মণ্ডপে থাকে নতুনত্ব। থাকে ভিন্ন ভাবনা। জেলার পুজোপ্রেমীদের কাছে এই ক্লাব এখন পরিচিত নাম। বিগত বছরগুলিতে জেলার বিগ বাজেটের দুর্গা পুজোর মণণ্ডপকেও টক্কর দিয়েছে এই ক্লাবের‌ থিম। সীমিত সামগ্রী আর অসীম কল্পনাশক্তির মেলবন্ধনেই তাদের সাফল্য। সাধারণ জিনিসকে অসাধারণ করে তোলাই তাদের মূল শক্তি।
advertisement
আরও পড়ুনঃ মাশরুম চাষে দেদার লাভ! আইআইটি খড়গপুরের সহায়তায় এবার মাশরুম থেকে তৈরি হবে চা, আটা, আচার! মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগী রাজ্য সরকার
এ বছর পঁচেট ডি’লাইট ক্লাবের থিমের নাম ‘এসো সাজাই’। এই নামকরণের পিছনেও রয়েছে বিশেষ বার্তা। উদ্যোক্তাদের মতে, বাড়ির মহিলারা প্রায়ই নানা অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেন। কিন্তু সেই ফেলে দেওয়া জিনিস দিয়েই তৈরি হতে পারে নতুন কিছু। হতে পারে সুন্দর শিল্পকর্ম। সেই ভাবনাকেই তুলে ধরতে চেয়েছেন তারা। তাই এবছর পুরো মণ্ডপই তৈরি করা হয়েছে বাড়ির ফেলে দেওয়া সামগ্রী দিয়ে। পরিবেশ সচেতনতার বার্তা দিতেই এই উদ্যোগ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দেওয়া হবে ২২ জানুয়ারি থেকে। ছ’দিনব্যাপী পুজোর আয়োজন করা হয়েছে। শুধু পুজো নয়, রয়েছে একাধিক সামাজিক কর্মসূচি। ম্যারাথন দৌড়, বৃক্ষরোপণ, ছবি আঁকা প্রতিযোগিতার মতো নানা উদ্যোগ থাকছে। উদ্যোক্তাদের দাবি, এ বছরও তাদের মণ্ডপ জেলা ছাড়িয়ে প্রতিবেশী জেলার দর্শনার্থীদের আকর্ষণ করবে। পুজোর ক’দিন মণ্ডপে ভিড় জমবে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Saraswati Puja 2026: ফেলে দেওয়া বর্জ্য দিয়েই সরস্বতী পুজোর তোড়জোড়! তৈরি হচ্ছে পরিবেশবান্ধব মণ্ডপ, সৃজনশীলতার এমন ছোঁয়া আগে কখনও দেখেননি
Next Article
advertisement
Narendra Modi: রাজ্যে ক্ষমতায় এলেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ, হুঙ্কার মোদির! আশ্বাস মতুয়াদের
রাজ্যে ক্ষমতায় এলেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ, হুঙ্কার মোদির!আশ্বাস মতুয়াদের
  • বাংলায় ক্ষমতায় এলেই অনুুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ৷

  • মালদহের সভা থেকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

  • অনুপ্রবেশকারী- তৃণমূল আঁতাঁতের অভিযোগ প্রধানমন্ত্রীর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement