Birbhum News: রান্নার গ্যাসের ভর্তুকির টোপ, বীরভূমে ফাঁদে পা দিয়ে অনেকের সর্বনাশ! কীভাবে প্রতারণা? সাবধান হোন আগেভাগে
- Reported by:Sudipta Garain
- local18
- Published by:Debamoy Ghosh
Last Updated:
ভিডিয়ো কলেই ফাঁদ, গ্যাস ভর্তুকির নামে পুরন্দরপুরে একের পর এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ
সিউড়ি ২ ব্লকের পুরন্দরপুর এলাকায় রান্নার গ্যাসে ভর্তুকি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। স্থানীয় একটি গ্যাস ডিলারের নাম ব্যবহার করে ফোন করে একাধিক বাসিন্দার কাছ থেকে ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ সামনে এসেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারকেরা নিজেদের গ্যাস অফিসের কর্মী পরিচয় দিয়ে প্রথমে ফোন করে। ভর্তুকির টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি, এই অজুহাতে গ্রাহকদের গ্যাস কার্ড নম্বর ও ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়। পরে ভিডিও কল করে ব্যাঙ্ক থেকে ফোন করা হচ্ছে বলে দাবি করে স্ক্রিন শেয়ার করিয়ে নেওয়া হয়।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
একবার স্ক্রিন শেয়ার চালু হয়ে গেলে মোবাইলের ভিতরে থাকা ফোনপে, ব্যাঙ্ক অ্যাপ ও ব্যালেন্সের তথ্য প্রতারকেরা দেখে নেয়। এরপর গ্রাহকদের নির্দেশ দিয়ে বিভিন্ন ডিজিটাল পেমেন্ট অ্যাপের মাধ্যমে টাকা ট্রান্সফার করানো হয়। অনেক ক্ষেত্রে গুগল পে ডাউনলোড করিয়েও লেনদেন করানো হয়েছে বলে অভিযোগ।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
পুরন্দরপুরের বাসিন্দা মৌ রায় জানান, প্রায় ৪২ মিনিট ধরে তাঁকে মানসিক চাপে রেখে একাধিক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করানো হয়। ফোন কাটতে না দেওয়া, কানেকশন বাতিলের ভয় দেখানো এবং তাড়াহুড়োর সুযোগ নিয়েই প্রতারণা চালানো হয়। শেষ পর্যন্ত তাঁর দু'টি অ্যাকাউন্ট থেকে মোট ১৩,৮০০ টাকা তুলে নেওয়া হয়।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
এই ঘটনায় সিউড়ির সাইবার ক্রাইম থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে। স্থানীয় গ্যাস ডিলারও বিষয়টি থানায় জানিয়েছেন এবং এলাকায় সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, এটি একটি সংগঠিত সাইবার প্রতারণা চক্রের কাজ হতে পারে। সাধারণ মানুষকে কোনও অবস্থাতেই ফোন বা ভিডিও কলে ব্যাঙ্কের তথ্য, ওটিপি বা স্ক্রিন শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই









