Ramakrishna Mission: বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনে অল্প খরচে বিভিন্ন কোর্স করার মহাসুযোগ
- Published by:Sayani Rana
Last Updated:
তিনটি কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে রামকৃষ্ণ মিশনের বেলুড় মঠের জনশিক্ষা মন্দিরে। কোর্সগুলি হল: এয়ারকন্ডিশনার, রেফ্রিজারেটর ও ওয়াশিং মেশিন মেরামতি ও রক্ষণাবেক্ষণ, মোবাইল ফোন রিপেয়ারিং অ্যান্ড মেইন্টেন্যান্স এবং টু অ্যান্ড থ্রি হুইলার ( মেকানিক-টেকনিশিয়ান)।
কলকাতা: তিনটি কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে রামকৃষ্ণ মিশনের বেলুড় মঠের জনশিক্ষা মন্দিরে। কোর্সগুলি হল: এয়ারকন্ডিশনার, রেফ্রিজারেটর ও ওয়াশিং মেশিন মেরামতি ও রক্ষণাবেক্ষণ, মোবাইল ফোন রিপেয়ারিং অ্যান্ড মেইন্টেন্যান্স এবং টু অ্যান্ড থ্রি হুইলার ( মেকানিক-টেকনিশিয়ান)।
প্রশিক্ষণ শেষে প্রথম কোর্সের ক্ষেত্রে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কোর্পরেশন (এন এস ডি সি) এবং দ্বিতীয় ও তৃতীয় কোর্সটির ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট (পূর্বতন ডব্লু বি এস সি ভি ই টি) সার্টিফিকেট প্রদান করা হবে। সপ্তাহে ৩ দিন ক্লাস- সকাল ১০টা থেকে দুপুর ১:৩০ পর্যন্ত।
advertisement
advertisement
এয়ারকন্ডিশনার, রেফ্রিজারেট ও ওয়াশিং মেশিন মেরামতি ও রক্ষণাবেক্ষণ
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক
কোর্সের মেয়াদ: ৪ মাস
ক্লাস: সোম মঙ্গল ও বুধবার
কোর্স ফি: ৫০০০ টাকা
advertisement
মোবাইল রিপেয়ারিং অ্যান্ড মেন্টেন্যান্স এবং টু অ্যান্ড থ্রি হুইলার:
শিক্ষাগত যোগ্যতা: উভয় কোর্সের ক্ষেত্রেই ক্লাস এইট পাস
কোর্সের মেয়াদ: ৬ মাস
ক্লাস: বুধ বৃহস্পতি ও শুক্রবার
কোর্স ফি: ৪,৫০০
advertisement
আগে এলে আগে সুযোগের ভিত্তিতে প্রার্থীদের ভর্তি নেওয়া হবে। ভর্তির আবেদনপত্র পাওয়া যাবে রামকৃষ্ণ মিশনের বেলুড় মঠের জনশিক্ষা মন্দিরের অফিসে। ভর্তির সময় সঙ্গে লাগবে দু কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, আধার কার্ডের নকল, অ্যাডমিট কার্ড ও মার্কশিটের নকল, প্রযোজ্য ক্ষেত্রেই কাস্ট সার্টিফিকেটের নকল ও কোর্স অনুযায়ী ফ্রি। ভর্তির শেষ তারিখ জানানো হয়নি দ্রুত আবেদন করুন।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 25, 2023 7:08 PM IST