Spain Train Accident: স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ! প্রচণ্ড গতিতে লাইনচ্যুত যাত্রিবাহী ট্রেন, চালক-সহ মৃত্যু ২১ জনের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Train collision in southern Spain leaves 21 dead: রবিবার সন্ধ্যাবেলা, মালাগা থেকে মাদ্রিদের উদ্দেশে আসছিল ওই হাই-স্পিড ট্রেনটি। ট্রেনে ছিলেন প্রায় ৩০০ যাত্রী। কর্ডোবা শহরের কাছে, লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকে চলে যায় সেটি। ওই ট্র্যাক দিয়েই মাদ্রিদের দিক থেকে আসছিল আরেকটি ট্রেন। সেইসময়ই মুখোমুখি সংঘর্ষ হয় দুটি ট্রেনের।
মাদ্রিদ: স্পেনের কর্ডোবায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল অন্তত ২১ জনের। আহতের সংখ্যা শতাধিক। আহতদের মধ্যে ২৫ জনের অবস্থা গুরুতর। জোরকদমে উদ্ধারকার্য চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। সংবাদ সংস্থা সূত্রে খবর, লাইনচ্যুত হয়ে সোজা পাশের ট্র্যাকে চলে যায় হাই-স্পিড ট্রেনটি। উল্টোদিক থেকে আসা আরেকটি ট্রেনে জোরে ধাক্কা মারে ট্রেনটিকে! রবিবার সন্ধ্যাবেলা, মালাগা থেকে মাদ্রিদের উদ্দেশে আসছিল ওই হাই-স্পিড ট্রেনটি। ট্রেনে ছিলেন প্রায় ৩০০ যাত্রী। কর্ডোবা শহরের কাছে, লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকে চলে যায় সেটি। ওই ট্র্যাক দিয়েই মাদ্রিদের দিক থেকে আসছিল আরেকটি ট্রেন। সেইসময়ই মুখোমুখি সংঘর্ষ হয় দুটি ট্রেনের।
দক্ষিণ স্পেনের কর্ডোবা প্রদেশে বড়সড় ট্রেন দুর্ঘটনা। সূত্রের খবর, দু’টি দ্রুতগামী ট্রেনের মধ্যে সংঘর্ষের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১০০ জন। রবিবার সন্ধ্যায় এই দুর্ঘটনায় মৃতদের মধ্যে একটি ট্রেনের চালকও রয়েছেন বলে জানা গিয়েছে।
advertisement
advertisement

Passengers wait in the hall of Madrid train station on Sunday, January 18, 2026, following the announcement of the suspension of service due to an accident in which two trains derailed in Cordoba. ( Carlos Luján/Europa Press via AP)
advertisement
ইউরো নিউজ সূত্রে খবর, দুটি ট্রেনের যাত্রীদের উদ্ধারের জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে। কর্ডোবার অগ্নিনির্বাপণ প্রধান ফ্রান্সিসকো কারমোনার কথায়, জীবিত মানুষগুলোর কাছে পৌঁছনোই কঠিন হয়ে পড়ছে। সেক্ষেত্রে মৃতদেহ সরিয়ে রেখে এগোনোর চেষ্টাও করতে হচ্ছে। এটা একেবারে দুঃস্বপ্নের মতো। প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজ তাঁর শোকবার্তায় বলেছেন, এই রাত স্পেনের কাছে ‘গভীর বেদনার রাত’। মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সারা দেশ শোকে মুহ্যমান হয়ে পড়েছে।
advertisement
দুর্ঘটনার সময় ইরিও ট্রেনে প্রায় ৩০০ জন এবং রেনফে ট্রেনে ১০০ জন যাত্রী ছিলেন। দুর্গম ও নির্জন এলাকা হওয়ায় উদ্ধারকাজ শুরু করতে কিছুটা দেরি হলেও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকল, পুলিশ এবং রেড ক্রসের কর্মীরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 19, 2026 10:58 AM IST
![স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা [Screengrab UGC via AFP] স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা [Screengrab UGC via AFP]](https://images.news18.com/static-bengali/uploads/2026/01/Spain-Andalusia-Train-Accident-2026-01-7e405975a367de954e1392ff082a5285.jpg?impolicy=website&width=415&height=270)










