ICC's Last Warning: বাংলাদেশকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল আইসিসি, আমিনুলদের গ্রুপ বদলের প্রস্তাবও নাকচ
- Reported by: EERON ROY BARMAN
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
বাংলাদেশকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল আইসিসি ৷ বুধবার, ২১ জানুয়ারির মধ্যে জানাতে হবে তাদের সিদ্ধান্ত ৷ ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে আসার ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৷
কলকাতা: বাংলাদেশকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল আইসিসি ৷ বুধবারের মধ্যে জানাতে হবে তাদের সিদ্ধান্ত ৷ ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে আসার ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৷ নিরাপত্তার দোহাই দিয়ে ভারত থেকে ম্যাচ সরানোর আবেদন জানিয়েছিল বিসিবি। দু’বারই সেই আবেদন খারিজ করে দেয় আইসিসি। ভারতে আসার বিষয়টি এখনও ঝুলিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আইসিসি সূত্রে খবর, বাংলাদেশের শেষ প্রস্তাব অর্থাৎ বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের অনুরোধে রাজি হওয়ার সম্ভাবনা কম আইসিসির। অর্থাৎ আয়ারল্যান্ডকে ‘বি’ গ্রুপ থেকে ‘সি’ গ্রুপে পাঠানো ও বাংলাদেশকে ‘সি’ গ্রুপ থেকে ‘বি’ গ্রুপে পাঠানোর সম্ভাবনা নেই বললেই চলে।
advertisement
advertisement
আইসিসির এক সূত্রের দাবি, বাংলাদেশ যদি ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্ত নেয়, তাহলে বিশ্বকাপে বাংলাদেশের বদলে অন্য দেশকে নিতে পারে আইসিসি। আর র্যাঙ্কিং বিবেচনায় সেই দেশটি হতে পারে স্কটল্যান্ড।
২০২৬ টি২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এবং বিশেষ করে তারা ভারতে ভ্রমণ করবে কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে নেওয়া হবে। শেষ দাবিতে ভারতে না এসে বাংলাদেশ শ্রীলঙ্কার গ্রুপে খেলতে চেয়েছে। অর্থাৎ তাদেরকে এক গ্রুপ থেকে অন্য গ্রুপে যেন পরিবর্তন করা হয় সেই প্রস্তাব দেওয়া হয়েছিল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 19, 2026 9:58 AM IST









